<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বিমানবাহিনীকে</span></span></strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> হারিয়ে টুর্নামেন্ট শুরু করা হকি খেলোয়াড় কল্যাণ পরিষদ ধরে রাখতে পারেনি জয়ের ধারা। গতকাল ২-১ গোলে তাদের হারিয়েছে সেনাবাহিনী। প্রথম ম্যাচে নৌবাহিনীর কাছে বিধ্বস্ত বিকেএসপি এদিন ঘুরে দাঁড়িয়ে পুলিশকে হারিয়েছে ৫-০ গোলে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে সেনাবাহিনী ও খেলোয়াড় পরিষদের ম্যাচে এদিনও সমানে সমানে লড়াই হয়েছে। গোলশূন্য প্রথম কোয়ার্টারের পর ২১ মিনিটে পেনাল্টি স্ট্রোক পেয়ে প্রথম এগিয়ে যায় খেলোয়াড় পরিষদ। গোল করেন আমিরুল ইসলাম। এগিয়ে থেকেই তারা মধ্যবিরতিতে যায়। বিরতির পরপরই আব্দুল মালেক সমতায় ফিরিয়েছেন সেনাবাহিনীকে। শেষ দিকে বাহিনীর খেলোয়াড়দের ফিটনেসের কাছে পিছিয়ে পড়েন খেলোয়াড় কল্যাণ পরিষদের খেলোয়াড়রা। শেষ দুই কোয়ার্টারে টানা আক্রমণ চালিয়েছে সেনা দল। খেলোয়াড় পরিষদের গোলরক্ষক নুরুজ্জামান নয়নকে বেশ কিছু অসাধারণ </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সেভ</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> করতে হয়েছে। তবুও শেষ রক্ষা হয়নি। খেলা শেষ হওয়ার চার মিনিট আগে পেনাল্টি কর্নার থেকে জয়সূচক গোলটি করেছেন বাহিনীর আহসান হাবিব।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পুলিশের বিপক্ষে জোড়া গোল করেছেন বিকেএসপির জনি ইসলাম। অন্য গোলগুলো মেহেদী হাসান, হুজায়ফা হোসেন ও তায়েব আলির।</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>