মেহজাবীনের বিবর্তন
এক অষ্টাদশী তরুণী। ঠিকঠাক বাংলাও বলতে পারতেন না। সুন্দরী প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে এলেন মডেলিং ও অভিনয়ে। ধীরে ধীরে হয়ে উঠলেন টিভি নাটকের অঘোষিত রানি। পরে মাত করলেন ওটিটিতেও। আগামীকাল সেই মেহজাবীন চৌধুরীর অভিষেক হবে চলচ্চিত্রে। মেহজাবীন ও তাঁর ক্যারিয়ারের এই স্বপ্নিল বিবর্তনের গল্প তুলে ধরেছেন কামরুল ইসলাম
সম্পর্কিত খবর
![](/_next/image?url=%2F_next%2Fstatic%2Fmedia%2Flogo.ff912e57.png&w=640&q=75)