<p>দুর্দান্ত এক হিট দিয়ে বছর শেষ করলেন বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। বলিউডের সর্বোচ্চ আয়কারী সিনেমা হিসেবে শ্রদ্ধার ‘স্ত্রী ২’ এখন শীর্ষে। পেছনে ফেলেছে শাহরুখ খানের জওয়ান, পাঠানকে। ক্যারিয়ারে যেমন সোনালি সময় পার করছেন অভিনেত্রী, ব্যক্তি জীবন নিয়েও বেশ আলোচনায় তিনি। তার প্রেম জীবন নিয়ে প্রায়ই কানাঘুষা শোনা যায়। বেশ কিছুদিন ধরেই গুঞ্জন চলছে, শ্রদ্ধার হিট চলচ্চিত্র ‘তু ঝুঠি ম্যায় মাক্কার’-এর লেখক রাহুল মোদির সঙ্গে প্রেম করছেন অভিনেত্রী। তবে প্রেমের প্রসঙ্গে একেবারেই মুখে কুলুপ এঁটে রাখেন শ্রদ্ধা। খুব একটা আগ্রহী নন এই বিষয়ে কথা বলতে। পাপারাৎজিদের প্রশ্নও এড়িয়ে যান। তেমনেই এক দৃশ্য দেখা গেল সাম্প্রতিক এক অনুষ্ঠানে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="মাদককাণ্ডে ফেঁসে যাচ্ছেন শীর্ষ তিন অভিনেত্রী" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/19/1734593409-639151be911a967882352190182be893.png" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>মাদককাণ্ডে ফেঁসে যাচ্ছেন শীর্ষ তিন অভিনেত্রী</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/entertainment/2024/12/19/1459120" target="_blank"> </a> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ভয়ংকর মাদকে আসক্ত তিশা-টয়া-সাফা ও সুনিধি, সাংকেতিক অক্ষরে চলে কেনাবেচা" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/19/1734588485-93e15c0bf62683d8bdfac34ef8fd7fcd.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ভয়ংকর মাদকে আসক্ত তিশা-টয়া-সাফা ও সুনিধি, সাংকেতিক অক্ষরে চলে কেনাবেচা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/entertainment/2024/12/19/1459105" target="_blank"> </a> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="১৫ মিনিটের মিটিংয়ের পর নির্মাণ হয় ‘বরবাদ’ : শাকিব খান" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/19/1734594527-0d655e024af6f2a99b0b6786a509e5b3.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>১৫ মিনিটের মিটিংয়ের পর নির্মাণ হয় ‘বরবাদ’ : শাকিব খান</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/entertainment/2024/12/19/1459122" target="_blank"> </a></div> </div> </div> </div> </div> </div> <p>সম্প্রতি এক সাক্ষাৎকারে শ্রদ্ধাকে তার ডেটিং সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল। যার উত্তর দিয়েছেন অভিনেত্রী অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে। শ্রদ্ধা বরাবরই তার ব্যক্তিগত জীবনে রাখঢাক রাখতে চেয়েছেন। তবে এ দিন তার প্রেমজীবন নিয়ে করা প্রশ্নে খানিক বিরক্ত হয়েছেন অভিনেত্রী। একের পর এক প্রেমজীবন নিয়ে প্রশ্নে রীতিমতো রেগে যান শ্রদ্ধা। ভিডিওটি বেশ ভাইরাল হয়েছে ইন্টারনেটে।</p> <p><iframe frameborder="0" height="780" sandbox="allow-scripts allow-same-origin" scrolling="no" src="https://twitframe.com/show?url=https://twitter.com/KowTowToNoOne/status/1869040783866876038" width="450"></iframe></p> <p>শনিবার ‘আজ তক’ আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন অভিনেত্রী। সাক্ষাৎকারকারীর সঙ্গে কথা বলার সময় অভিনেত্রীকে তার প্রেমজীবন নিয়ে প্রশ্ন করতেও দেখা যায়। সঞ্চালক বলেন, ‘আমি কার্তিক আরিয়ানকে জিজ্ঞাসা করেছিলাম যে তিনি কোন নায়িকার সঙ্গে ডেটিং করতে চান। এবং চারটি অপশনের মধ্যে আপনার নামও ছিল। কিন্তু কার্তিক বলেছেন যে চারজনই কারও না কারও সঙ্গে ডেটিং করছেন! তিনি কিন্তু আপনার প্রেমের জল্পনাকে অনেকটা উস্কে দিয়েছেন। তাহলে কি তিনি ঠিকই বলছেন?’</p> <p>শ্রদ্ধা যে একথায় ভীষণই বিরক্ত তা ভিডিওতে স্পষ্ট। ব্যঙ্গাত্মকভাবে তাকে বলতে শোনা যায়, ‘ঠিক আছে, কার্তিকের যা বলার ছিল ও বলেছে। আমাকে করার মতো কি আপনার আর কোনও অন্য প্রশ্ন আছে আপনার?’ তবে সঞ্চালক অনড়। তিনি কোনওভাবেই অন্য প্রশ্ন করতে নারাজ। তিনি জানিয়েছেন, শ্রদ্ধার ডেটিং নিয়েই আজকের অনুষ্ঠানের এজেন্ডা। তাই তিনি এই প্রশ্নের উত্তরই চান। শ্রদ্ধাও বেশ কয়েকবার সঞ্চালককে জিজ্ঞাসা করেন, এই প্রশ্ন ছাড়া আর কোনো প্রশ্ন করতে চান কিনা! এ সময় অভিনেত্রীর চোখেমুখে বিরক্তির ছাপ দেখা যায়। ছোট এই ক্লিপটি বেশ ভাইরাল হয়েছে ইন্টারনেটে। যদিও শ্রদ্ধার প্রেমজীবনের খোলাসা চান তার ভক্তরাও। তবে অভিনেত্রী মিডিয়ায় এসব প্রকাশ করতে নারাজ।</p> <p>সম্প্রতি রাহুল মোদির সঙ্গে প্রেমের গুঞ্জন ভেসে বেড়াচ্ছে শ্রদ্ধার। সর্বশেষ তথ্য অনুসারে, এই জুটির প্রেমের গল্প বেশ জোরেশোরেই এগোচ্ছে! এ বছরের শুরুতে শ্রদ্ধাকে মোদির সাথে মুম্বাইয়ে দেখা গিয়েছিল। তারা একটি ডিনার ডেটে দেখা করেছিলেন। ৩ জুলাই মুম্বাইয়ে একটি নৈশভোজের পরে পাপারাৎসিদের সামনে পড়েন এই জুটি।</p>