<p>এদেশে কিছু কবিরাজ আছে, যারা বলেন দাঁত ব্যাথ্যার জন্য দায়ী এক ধরনের পোকা। সাদা বা বাদামি রঙের সেসব পোকা আমরা খুঁজে পাই না। কিন্তু কবিরাজ ঠিকই তুকতাক করে সেসব পোকা বের করে দেখান। এগুলো এক ধরনের পোকার লার্ভা। দৈর্ঘ্যে কয়েক মিলিমিটার। </p> <p>কথা হলো, আসলেই কি দাঁতে এত বড় পোকা থাকা সম্ভব?</p> <p>সম্ভব যদি না হয়, কবিরাজ কীভাবে পোকা বের করেন?</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="প্যারাসিটামল কী দিয়ে তৈরি? এর কাঁচামাল কোথা থেকে আসে?" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/11/1733931832-9876c9a3f300f29c8ee619765c1ad768.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>প্যারাসিটামল কী দিয়ে তৈরি? এর কাঁচামাল কোথা থেকে আসে?</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/science/2024/12/11/1456444" target="_blank"> </a></div> </div> <p>প্রাচীনকালে দাঁতের ক্ষয়ের কারণ বিজ্ঞানীদের কাছে পরিষ্কার ছিল না। তখন লোকেরা ধারণা করত, মুখে ভেতরে পোকা ঢুকে দাঁত নষ্ট করে। এই ভুল ধারণা থেকে ‘দাঁতে পোকা ধরেছে’ কথাটি এসেছে। কিন্তু আধুনিক বিজ্ঞান এ সম্পর্কে পরিষ্কার ব্যাখ্যা দিয়েছে। </p> <p>বিজ্ঞান বলছে দাঁতের সমস্যার মূল কারণ হলো দাঁতের ক্ষয় বা ডেন্টাল ক্যারিজ। দাঁতের এই ক্ষয় কোনো পোকা নয়, বরং মুখের মধ্যে থাকা ব্যাকটেরিয়ার কারণে হয়। দাঁতে জমে থাকা খাবারের টুকরো, বিশেষ করে চিনিযুক্ত খাবার, দাঁতের ফাঁকে বা পৃষ্ঠে আটকে থাকে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="কেমোথেরাপির ওষুধ কিভাবে তৈরি হয় ও কিভাবে কাজ করে?" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/17/1734438814-734a4c7ff726c7e7aeadf15773e060ff.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>কেমোথেরাপির ওষুধ কিভাবে তৈরি হয় ও কিভাবে কাজ করে?</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/science/2024/12/17/1458483" target="_blank"> </a></div> </div> <p>আমাদের মুখে কিছু ব্যকটেরিয়া সবসময় বাস করে। মুখে বা দাঁতে আটকে থাকা খাবার এসব ব্যকটেরিয়া খায়। খাবার পচিয়ে এক ধরনের অ্যাসিড তৈরি করে। সেই অ্যাসিড প্রথমে দাঁতের এনামেল বা ওপরের সুরক্ষা স্তর ক্ষয় করে দেয়। এভাবে চলতে থাকলে এক সময় দাঁতেগভীর গর্ত হয়। গর্ত বা ক্ষয় দাঁতের স্নায়ুতে পৌঁছে গেলে দাঁত ব্যথা হয়।</p> <p>দাঁতের ক্ষয়ে ছোট ছোট কালো বা বাদামি দাগ দেখা যায়। এগুলো অনেক সময় ‘পোকা; বলে মনে হয়। ক্ষতস্থানে খাবার আটকে ব্যথা হলে মনে হতে পারে, ভেতরে কিছু নড়াচড়া করছে। দাঁতের ক্ষয় সম্পর্কে সঠিক জ্ঞান না থাকায় লোকেরা একে পোকা বলে ভাবতে থাকে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="স্মার্টফোন কি আপনাকে আড়ি পেতে কথা শুনছে? পরীক্ষা করুন নিজেই" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/18/1734524281-57accffef4bf7c4763a2013c9ffbe06f.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>স্মার্টফোন কি আপনাকে আড়ি পেতে কথা শুনছে? পরীক্ষা করুন নিজেই</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/science/2024/12/18/1458833" target="_blank"> </a></div> </div> <p>কবিরাজেরা রোগির অজ্ঞতা আর ভুল বিশ্বাসের সুযোগ নেয়। তারা তুকতাক করে, গাছের পচা শেকড়-বাকড় ঠেকিয়ে দাঁত থেকে পোকা বের করে দেখায়। এসব পোকা আসলে কবিরাজেরা তাঁদের ওই শেকড় বাকড়ের ভেতরে লুকিয়ে রাখে। তারপর সুযোগ বুঝে সেটা রোগিকে দেখিয়ে টাকা পয়সা-হাতিয়ে নেয়।  আসলে দাঁতের পোকা বলে কিছু নেই।</p> <p>দাঁতের ক্ষয় থেকে বাঁচতে হলে নিয়মিত দিনে দুইবার ব্রাশ করুন। বেশি মিষ্টি বা চিনিযুক্ত খাবার কম খান। নিয়মিত ডেন্টিস্টের কাছে কিয়ে দাঁতের স্বাস্থ্য পরীক্ষা করুন।</p> <p>সূত্র: হাউ ইট ওয়ার্কস</p> <p><br />  </p>