ঢাকা, বুধবার ২৩ এপ্রিল ২০২৫
১০ বৈশাখ ১৪৩২, ২৩ শাওয়াল ১৪৪৬

ঢাকা, বুধবার ২৩ এপ্রিল ২০২৫
১০ বৈশাখ ১৪৩২, ২৩ শাওয়াল ১৪৪৬

বাস কাউন্টার দখলকে কেন্দ্র করে মহাখালীতে সড়ক অবরোধ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
বাস কাউন্টার দখলকে কেন্দ্র করে মহাখালীতে সড়ক অবরোধ
সংগৃহীত ছবি

রাজধানীর মহাখালীর একটি বাস কাউন্টার দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে হামলার ঘটনা ঘটেছে। পরে আক্তার গ্রুপ ওই কাউন্টার দখলে নেয়। ক্ষুব্ধ হয়ে বাস শ্রমিকদের একটি পক্ষ মহাখালী বাস টার্মিনালের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে মহাখালী-বনানী সড়ক বন্ধ থাকায় আশপাশ এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়।

রবিবার (১৩ এপ্রিল) রাতে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, মহাখালী টার্মিনালের অদূরে (টার্মিনালের বাইরে) একটি ভবনে থাকা বাস কাউন্টার দখল নিয়ে রবিবার সন্ধ্যায় স্থানীয় বিএনপির আজাদ ও আক্তার গ্রুপে ঝামেলা হয়। এক গ্রুপ বলছে, তারা নতুন করে ভবনে থাকা বাস কাউন্টার ভাড়া নেওয়ার চুক্তি করেছেন। আরেকপক্ষ বলছেন, আগে থেকেই তাদের চুক্তি রয়েছে।

এ নিয়ে আক্তার গ্রুপের লোকজন একজন শ্রমিককে মারধর করেন। এর জেরে রাত ১০টার দিকে শ্রমিকরা টার্মিনালের সামনের সড়কে বাস আড়াআড়ি করে দিয়ে সড়ক অবরোধ করেন। এ সময় তেজগাঁও, গুলশানসহ আশপাশ এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। রাত ১১টায় অবরোধ সরিয়ে নেন তারা।

ঢাকা মহানগর পুলিশের গুলশনার জোনের সহকারি কমিশনার আলী আহাম্মেদ মাসুদ রাত ১২টায় গণমাধ্যমকে বলেন, কাউন্টারটি কারো দখলে থাকবে না বলে জানানো হয়েছে। সমাধান না হওয়া পর্যন্ত এটি ব্যবহার করবে পুলিশ। 

মন্তব্য

সম্পর্কিত খবর

রাজধানীতে তাপমাত্রা বাড়বে

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
রাজধানীতে তাপমাত্রা বাড়বে

রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকায় তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার দুপুর ১টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়েছে, আজ সন্ধ্যা পর্যন্ত আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। এ সময় শুষ্ক থাকতে পারে আবহাওয়া।

পাশাপাশি দক্ষিণ-পশ্চিম/দক্ষিণ দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। সেই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। 

আরো পড়ুন
বাংলাদেশি ‘মাস্তুল’-এর বিশ্বযাত্রা

বাংলাদেশি ‘মাস্তুল’-এর বিশ্বযাত্রা

 

এদিকে আগামী ২৪ ঘণ্টায় ঢাকাসহ দেশের ছয় বিভাগে বজ্রসহ বৃষ্টি ঝরতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি বলছে, এ সময় সারা দেশে দিন ও রাতের তাপামাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।


 

মন্তব্য

ফের সংঘর্ষে ঢাকা ও সিটি কলেজের শিক্ষার্থীরা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
ফের সংঘর্ষে ঢাকা ও সিটি কলেজের শিক্ষার্থীরা
সংগৃহীত ছবি

ফের সংঘর্ষে জড়িয়েছেন ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে রাজধানীর সায়েন্স ল্যাবরেটরিতে দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় ঢাকা সিটি কলেজের নামফলক ও মূল ফটকের একাধিক অংশ ভাঙচুর করা হয়েছে। 

আরো পড়ুন
হিট স্ট্রোকে নারীরা বেশি আক্রান্ত হন কেন?

হিট স্ট্রোকে নারীরা বেশি আক্রান্ত হন কেন?

 

জানা গেছে, বেলা ১১টার দিকে সিটি কলেজের শিক্ষার্থীরা সায়েন্সল্যাব ফুটওভার ব্রিজের নিচে অবস্থান নেন এবং ঢাকা কলেজের শিক্ষার্থীরা জড়ো হন টিচার্স ট্রেনিং কলেজের সামনে।

দুপুর ১২টার পর দুই পক্ষই ইটপাটকেল নিক্ষেপ ও লাঠিসোটা নিয়ে একে অপরের ওপর হামলা চালান। পরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আনা হয়। 

আরো পড়ুন
দোহায় স্বাগত সংবর্ধনায় অংশ নিয়েছেন বাংলাদেশি ৪ নারী ক্রীড়াবিদ

দোহায় স্বাগত সংবর্ধনায় অংশ নিয়েছেন বাংলাদেশি ৪ নারী ক্রীড়াবিদ

 

নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসিন উদ্দিন বলেন, ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে নানা ইস্যু নিয়ে দীর্ঘদিন ধরে ঝামেলা চলছিল। কিছুদিন আগে ফেসবুক গ্রুপে লেখালেখি নিয়ে দ্বন্দ্বের জের ধরেও সংঘর্ষ হয়েছিল।

আজও একই ধরনের উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং শিক্ষার্থীদের নিজ নিজ ক্যাম্পাসে ফেরানোর চেষ্টা চলছে।

মন্তব্য

দুর্নীতির সংবাদে সাংবাদিক তলব করায় সিআরইউ’র নিন্দা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
দুর্নীতির সংবাদে সাংবাদিক তলব করায় সিআরইউ’র নিন্দা

ঢাকার বিচারিক আদালতের হাজতখানায় পুলিশের ঘুষ বাণিজ্য নিয়ে সংবাদ প্রকাশ করায় সংশ্লিষ্ট সাংবাদিককে তলব করে বাংলাদেশ পুলিশ। এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কোর্ট রিপোর্টার্স ইউনিটি (সিআরইউ)।

আজ মঙ্গলবার (২২ এপ্রিল) কোর্ট রিপোর্টার্স ইউনিটির সভাপতি লিটন মাহমুদ ও সাধারণ সম্পাদক মামুন খান এক যৌথ বিবৃতিতে এই নিন্দা জানান। 

বিবৃতিতে বলা হয়, ঢাকার বিচারিক আদালতের হাজতখানায় ‘ঘুষ ওপেন সিক্রেট’ শিরোনামে দৈনিক যুগান্তরে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক মহিউদ্দিন খান রিফাতকে তলব করে পুলিশ চিঠি দিয়েছে।

কোর্ট অঙ্গনের পেশাদার সংগঠন সিআরইউ-এর প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং দৈনিক যুগান্তর পত্রিকার স্টাফ রিপোর্টার মহিউদ্দিন খান রিফাতকে গত ৮ এপ্রিল তারিখে দেওয়া ওই চিঠিতে বলা হয়েছে, ‘সুষ্ঠু তদন্তের স্বার্থে আপনাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন’ এবং রিফাতকে একজন পুলিশ কর্মকর্তার কার্যালয়ে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই ধরনের কর্মকাণ্ড গভীরভাবে উদ্বেগজনক এবং অগ্রহণযোগ্য। যেকোনো গণতান্ত্রিক সমাজে সাংবাদিক এবং তাদের নিউজ সোর্স জাতীয় ও আন্তর্জাতিক আইনের অধীনে সুরক্ষিত। 

আরো বলা হয়, সংবাদে যদি কোনো ভুল বা আপত্তিকর কিছু থাকে, তাহলে নিয়ম মেনে আনুষ্ঠানিক প্রতিবাদলিপির বিধান রয়েছে।

তবে সাংবাদিককে জিজ্ঞাসাবাদের নামে তলব করে ভয় দেখানো ফ্যাসিস্ট সরকারের পুলিশের লক্ষণ। নতুন বাংলাদেশে এটি কোনোভাবে কাম্য নয়।

সিআরইউ জানায়, সংবাদমাধ্যমের ওপর হস্তক্ষেপ করা তথা সাংবাদিক হেনস্তার পুরনো এই নিয়মের আমরা তীব্র নিন্দা জানাই। অন্তর্বর্তীকালীন সরকারকে অবিলম্বে এই অপেশাদার আচরণের তদন্ত করা এবং বাংলাদেশে সাংবাদিকতার স্বাধীনতা সমুন্নত রাখার প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি।

 

আরো পড়ুন
পাহাড়ি ঢলে বাড়ছে সোমেশ্বরী নদীর পানি

পাহাড়ি ঢলে বাড়ছে সোমেশ্বরী নদীর পানি

 

এদিকে আদালতের হাজতখানায় আসামির সঙ্গে দেখা, খাবার বা কোনো জিনিস দেওয়া, জামিনসহ বিভিন্ন কাজে পুলিশকে ঘুষ দেওয়ার রীতি বহু বছরের পুরনো। হাজতখানাসহ আদালত পাড়ার পুলিশের উচ্চ মহল পর্যন্ত এ ঘুষের টাকার ভাগ পান বলে অভিযোগ রয়েছে। এ ঘুষ বাণিজ্যের বিষয়টি ওই প্রতিবেদনে তুলে ধরা হয়।

প্রাসঙ্গিক
মন্তব্য

মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

নানা প্রয়োজনে মানুষ দোকানপাট ও মার্কেটে যায়। কিন্তু তীব্র যানজট পেরিয়ে গিয়ে যদি দেখতে পান সব দোকানপাট বন্ধ, তাহলে বিফলে যাবে সব। তাই চলুন জেনে নেওয়া যাক মঙ্গলবার রাজধানীর কোন কোন এলাকায় দোকানপাট ও মার্কেট বন্ধ থাকবে।

বন্ধ থাকবে যেসব এলাকার দোকানপাট
কাঁঠালবাগান, হাতিরপুল, মানিক মিয়া এভিনিউ, রাজাবাজার, মণিপুরিপাড়া, তেজকুনীপাড়া, ফার্মগেট, কারওয়ান বাজার, নীলক্ষেত, কাঁটাবন, এলিফ্যান্ট রোড, শুক্রাবাদ, সোবহানবাগ, ধানমণ্ডি, হাজারীবাগ, জিগাতলা, রায়েরবাজার, পিলখানা, লালমাটিয়া।

বন্ধ থাকবে যেসব মার্কেট
বসুন্ধরা সিটি, মোতালেব প্লাজা, ইস্টার্ন প্লাজা, সেজান পয়েন্ট, নিউ মার্কেট, চাঁদনী চক, চন্দ্রিমা মার্কেট, গাউসিয়া, ধানমণ্ডি হকার্স, বদরুদ্দোজা মার্কেট, প্রিয়াঙ্গন শপিং সেন্টার, গাউসুল আজম মার্কেট, রাইফেলস স্কয়ার, অরচার্ড পয়েন্ট, ক্যাপিটাল মার্কেট, ধানমণ্ডি প্লাজা, মেট্রো শপিং মল, প্রিন্স প্লাজা, রাপা প্লাজা, কারওয়ান বাজার ডিআইটি মার্কেট, অর্কিড প্লাজা।

প্রাসঙ্গিক
মন্তব্য

সর্বশেষ সংবাদ