<p style="text-align:justify">বগুড়ার ধুনট উপজেলায় গুদামে অতিরিক্ত পাট মজুদের অভিযোগে আলহাজ সোহরাব উদ্দিন (৬৫) নামে এক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা হয়েছে। বগুড়া পাট অধিদপ্তরের মুখ্য পরিদর্শক মাহবুব হোসেন বাদি হয়ে গতকাল শুক্রবার ধুনট থানায় এ মামলা দায়ের করেন। সোহরাব উদ্দিন উপজেলার চৌকিবাড়ি গ্রামের আজাহার আলী সরকারের ছেলে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="গত ১৫ বছরে নিখোঁজদের তথ্য পেতে বিলম্ব হচ্ছে যে কারণে" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/21/1734766225-5b12bfd6aff2a872f2d4671f3426bea9.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>গত ১৫ বছরে নিখোঁজদের তথ্য পেতে বিলম্ব হচ্ছে যে কারণে</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/12/21/1459780" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">মামলা সূত্রে জানা যায়, হঠাৎ করে পাটের মূল্য বৃদ্ধি ও মিল গুলোতে সংকট তৈরী হওয়ায় মজুদদারি ঠেকাতে অভিযান শুরু করে পাট অধিদপ্তর। এরই ধারাবাহিকতায় ২০ ডিসেম্বর বিকেল ৩ টায় ধুনট-সোনামূখী সড়কের ভরণশাহী-বেলকুচি ভাটা এলাকায় সোহরাব উদ্দিনের পাটের গুদামে অভিযান পরিচালনা করা হয়। ওই অভিযান পরিচালনা করেন ঢাকা পাট অদিদপ্তরের উপ-পরিচালক (উপসচিব) রাশেদুল হাসান ও বগুড়া পাট অধিদপ্তরের মূখ্য পরিদর্শক মাহবুব হাসান।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="রাতে থাকেন শ্মশানে, সকালে পড়েছিল হাত-পা বাঁধা মরদেহ" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/21/1734765933-4030f6d9ed3203d21ff598bb54210624.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>রাতে থাকেন শ্মশানে, সকালে পড়েছিল হাত-পা বাঁধা মরদেহ</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/12/21/1459779" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">সরকারি নিয়ম অনুযায়ী কোনো গুদামে বা ব্যবসা প্রতিষ্ঠান ১০০ মণের বেশি পাট এক মাসের বেশি মজুদ করতে পারে না। কিন্ত ব্যবসায়ী সোহরাব উদ্দিন দীর্ঘদিন ধরে তার গুদামে ৬ হাজার ১০০ মণ পাট মজুদ করেছেন। এ কারণে ওই গুদামটি সিলগালা করেছে পাট অধিদপ্তর। এ ঘটনায় বগুড়া পাট অধিদপ্তরের মুখ্য পরিদর্শক মাহবুব হোসেন বাদি হয়ে ব্যবসায়ী সোহরাব উদ্দিনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="মহান বিজয় দিবস: স্বরূপকাঠিতে শুভসংঘের চিত্রাঙ্কন প্রতিযোগিতা" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/21/1734765289-fca2723800095d25db0409ca9a22e7c6.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>মহান বিজয় দিবস: স্বরূপকাঠিতে শুভসংঘের চিত্রাঙ্কন প্রতিযোগিতা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/shuvosangho/2024/12/21/1459776" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম জানান, ২০১৭ সালের পাট আইন অমান্য করে অবৈধভাবে পাট মজুদের অভিযোগে করা মামলার আসামি সোহরাব উদ্দিনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।</p>