<p style="text-align:justify">বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ২১ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সভায় হামলার পাশাপা‌শি আন্দোলনকারীদের পুলিশে ধরিয়ে দেওয়ার অভিযোগ এনে মামলা করা হ‌চ্ছে।  মামলায় ববির বর্তমান ও সাবেক ২১ শিক্ষার্থীকে আসামি করা হ‌চ্ছে। </p> <p style="text-align:justify">হামলার শিকার শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে গত বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) উপাচার্য কার্যালয় থেকে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয় রেজিস্ট্রার দপ্তরে। বিষয়‌টি শুক্রবার সন্ধ‌্যায় মি‌ডিয়াতে আসে।</p> <p style="text-align:justify">ঘটনার সত‌্যতা স্বীকার ক‌রে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম বলেন, উপাচার্য দপ্তর থেকে রেজিস্ট্রাকে চিঠি পাঠা‌নো হ‌য়ে‌ছে।  দুটি পৃথক ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য উপাচার্য দপ্তর থে‌কে পাঠা‌নো ‌সেই চি‌ঠি‌তে বলা হয়েছে। এ ব্যাপারে আগামী সপ্তাহে প্রয়্জেনীয় পদক্ষেপ নেওয়া হবে।</p> <p style="text-align:justify">ব‌বির প্রক্টর এটি এম রফিকুল ইসলাম জানান, কর্তৃপক্ষ চাইলেই শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা করতে পারে না। তদ‌ন্তের বিষয়টি একেবারেই প্রাথমিক পর্যায়ে রয়েছে। আমরা যাচাই বাছাই করছি। এখনও মামলার সিদ্ধান্ত হয়নি। <br />  <br /> জানা ‌গে‌ছে, গত ২৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সভায় হামলার ঘটনা ঘ‌টে। পরব‌র্তিতে গত ১ আগস্ট আন্দোলনে নেতৃত্বদানকারীদের পুলিশে ধরিয়ে দেওয়ার ঘটনাও ঘ‌টে‌ছে। দু‌টি ঘটনায় বর্তমান ও সাবেক ২১ শিক্ষার্থীকে চিহ্নিত করেছে আন্দোলনকারীরা।</p> <p style="text-align:justify">ব‌বি কর্তৃপক্ষ প্রাথমিকভাবে বিষয়‌টি নি‌শ্চিত হ‌য়ে‌ছে। সে অনুযায়ী প্রাথ‌মিকভা‌বে জ‌ড়িত ১৫ শিক্ষাথী‌কে স্ব স্ব বিভাগ থেকে প্রয়োজনীয় তথ্যাদি সংগ্রহ শেষে আগামী জানুয়ারিতে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।</p> <p style="text-align:justify">এছাড়া এসব ঘটনার হুকুমদাতা হিসেবে বিশ্ববিদ্যালয়ের ৬ সাবেক শিক্ষার্থীকে চিহ্নিত করা হ‌য়ে‌ছে। একটি ছাত্র সংগঠনের নেতাদের পক্ষ থেকে অভিযুক্ত‌দের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হয়েছে। </p> <p style="text-align:justify">বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির একা‌ধিক শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে জানান, ছাত্রদের তিনটি পক্ষ অভিযুক্তদের তালিকা জমা দিয়েছে। এগুলো বিচার বিশ্লেষণ চলমান রয়েছে। আগামী জানুয়ারিতে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।</p>