<p>রাশিয়ার কুরস্ক অঞ্চলে ইউক্রেনের হামলায় পাঁচ বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এতে আহত হয়েছেন আরো ১২ জন। যুক্তরাষ্ট্রের হিমারস ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন অঞ্চলটির ভারপ্রাপ্ত গভর্নর আলেকজান্ডার খিনশটাইন। </p> <p>রুশ গণমাধ্যম আরটির এক প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের এই হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে বেসামরিক স্থাপনা। এর মধ্যে রয়েছে প্রাইমারি স্কুল, সংস্কৃতি ভবন রিলস্ক এভিয়েশন কলেজের কোয়ার্টার, অ্যাপার্টমেন্ট ভবন ও বেশ কয়েকটি আবাসিক ভবন। একই সঙ্গে বেশ কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। </p> <p>প্রাথমিক প্রতিবেদনে জানানো হয়েছে, হতাহতের মধ্যে অন্তত একটি শিশু রয়েছে। তবে গভর্নর জানিয়েছেন, পাঁচজন প্রাপ্তবয়স্ক মানুষের মৃত্যু হয়েছে। </p> <p>ভারপ্রাপ্ত গভর্নর এক টেলিগ্রাম পোস্টে বলেছেন, আজ যেটা হয়েছে সেটা আমাদের জন্য একটি ট্র্যাজেডি। ইউক্রেনের মুহুর্মুহু হামলায় উদ্ধারকাজ ব্যাহত হয়েছে। এই হামলার যথাযথ জবাব দেওয়া হবে বলেও উল্লেখ করেন তিনি।  </p> <p>প্রসংগত, রিলস্ক ইউক্রেনীয় সীমান্ত থেকে ৩০ কিলোমিটার দূরে অবস্থিত। এখানে প্রায় ১৫ হাজার মানুষের বসবাস। গত ৬ আগস্ট অঞ্চলটির নিয়ন্ত্রণ নেয় ইউক্রেন। এখনো কিছু অঞ্চলের নিয়ন্ত্রণ রয়েছে কিয়েভের হাতে।</p> <p> </p>