<p>২০২৪ সালের ‘স্পিরিট অব ক্রিকেট’ পুরস্কারটা জাকের আলী ও শামীম হোসেনকেই দেওয়ার জন্য সুপারিশ করেছেন ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি ইয়ান বিশপ। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের পোস্টের মাধ্যমে আইসিসির কাছে এ সুপারিশ করেন তিনি। </p> <p>এক্সের পোস্টে বিশপ লিখেন,‘যদি আইসিসি ২০২৪ সালের স্পিরিট অব ক্রিকেট অ্যাওয়ার্ড দেয়, আমার পরামর্শ সেই মুহূর্তটিকে দেওয়ার, যখন সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে জাকের আলী ও শামীম হোসেনের রানের জন্য দৌড় থামিয়ে দিয়েছেন এটা বুঝতে পেরে যে, আউটফিল্ড ক্যাচ নিতে গিয়ে ওবেদ ম্যাকয় আঘাত পেয়েছেন।’</p> <p>সিরিজের তৃতীয় ম্যাচে বাংলাদেশ ইনিংসের ১৪তম ওভারে গুড়াকেশ মোতির বলে মিড উইকেট বাউন্ডারির দিকে পাঠান জাকের। সীমানায় ক্যাচ নেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হন ম্যাকয়, উল্টো হাতে আঘাত পান। এ দিকে জাকের ও শামীম দৌড়ে রান নিচ্ছিলেন। দ্বিতীয় রান নিতে নিতে বুঝতে পারেন ম্যাকয় আঘাত পাওয়াতেই বল তুলে ফেরত পাঠাতে পারছেন না। বাংলাদেশ দলের দুই ব্যাটসম্যান তখন সুযোগ থাকা সত্ত্বেও তৃতীয় রান নেওয়া থেকে বিরত থাকেন।</p> <p>জাকের-শামীমের এই ঘটনাকে তাৎক্ষণিকভাবে ‘গ্রেট স্পোর্টসম্যানশিপ’ বলে আখ্যা দেন বিশপ। পরে ম্যাচ শেষ হলে এক্সে এটিকে ‘স্পিরিট অব ক্রিকেট’ অ্যাওয়ার্ডের জন্যও সুপারিশ করেন।</p> <p>ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি প্রতিবছর বিভিন্ন বিভাগে পুরস্কার দিয়ে থাকে। এর মধ্যে একটি ‘আইসিসি স্পিরিট অব ক্রিকেট’। ‘স্পিরিট অব দ্য গেম’ সমুন্নত রাখার জন্য সবচেয়ে উল্লেখযোগ্য দল বা ঘটনাকে এই পুরস্কারে ভূষিত করা হয়।</p>