<p>জাকের পার্টির মহাসচিব শামীম হায়দার বলেছেন, উচ্চ মূল্যস্ফীতি জনজীবনে অসহনীয় অবস্থার তৈরি করছে। সার্বিকভাবে খাদ্যের মূল্যস্ফীতি শতকরা ১২ ভাগের বেশি বেড়েছে। দ্রব্যের এই অসহনীয় মূল্য বৃদ্ধি সত্যিকার অর্থে জাতীয় রাজনীতির স্থিতিশীলতা এবং সংস্কার কার্যক্রমকে ব্যাহত করার মুখে ঠেলে দিয়েছে। এ অবস্থায় বাংলাদেশ ব্যাংক এবং জাতীয় রাজস্ব বোর্ডের সমন্বিত পদক্ষেপ প্রয়োজন। যাতে করে মূল্য মূল্যস্ফীতি টেনে ধরা যায়।</p> <p>রবিবার (১০ নভেম্বর) জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে টাঙ্গাইলে জাকের পার্টির পৌরসভা, ইউনিয়ন এবং ওয়ার্ড প্রতিনিধিদের সঙ্গে কেন্দ্রীয় সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।</p> <p>দেশের ১৮ কোটি মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, আজ নানাভাবে বাংলাদেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করা হচ্ছে। দেশে সবার ধর্ম পালন করার অধিকার থাকতে হবে। কাউকে ধর্মীয় অধিকার থেকে বঞ্চিত করা উচিত হবে না।</p> <p>নির্বাচন প্রসঙ্গে শামীম হায়দার বলেন, একটি সুষ্ঠু এবং সুন্দর নির্বাচন ১৮ কোটি মানুষের একমাত্র চাওয়া। সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে তাদের অধিকার এবং মর্যাদার কথা বলা হবে।</p> <p>টাঙ্গাইল পশ্চিম জেলা জাকের পার্টি সভাপতি এনানুল হক মঞ্জুর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন অতিরিক্ত মহাসচিব মাহাবুবুর রহমান হায়দার, শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, জেলা পূর্ব জাকের পার্টি সভাপতি আব্দুল আজিজ খান অটল, বাস্তুহারা ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, তালাবা ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুফতী কাউসার আহমেদ চাদপুরী, সাহিত্য ও সাংস্কৃতিক ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ওবায়েদ মোল্লা, সড়ক পরিবহন শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, মহিলা ফ্রন্টের কেন্দ্রীয় প্রচার সম্পাদক রহিমা সিদ্দিকা রিপু প্রমুখ। এসময় জাকের পার্টির জেলা এবং কেন্দ্রীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।</p>