<p>রাজধানীর মালিবাগ ও বনানী রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় পৃথক ঘটনায় দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাত ৮টার দিকে এসব ঘটনা ঘটে।</p> <p>তাৎক্ষণিক নিহতদের পরিচয় জানা যায়নি। তবে মালিবাগে ঘটনায় নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৫০ বছর হতে পারে। তার পরনে ছিল সাদা চেক ফুল হাতা শার্ট ও চেক লুঙ্গি। বনানীর ঘটনায় নিহত যুবকের বয়স আনুমানিক ২৮ থেকে ৩০ বছর হবে বলে ধারণা পুলিশের।</p> <p>স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত আটটার দিকে মালিবাগ রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় ওই ব্যক্তি আহত হন। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে রাত ৯ টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="রাজধানীতে বিকল দুই শতাধিক সিসি ক্যামেরা, সুযোগ নিচ্ছে দুষ্কৃতকারীরা" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/26/1732590187-e06d061a77a7bde916b8a91163029d41.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>রাজধানীতে বিকল দুই শতাধিক সিসি ক্যামেরা, সুযোগ নিচ্ছে দুষ্কৃতকারীরা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/dhaka/2024/11/26/1450752" target="_blank"> </a></div> </div> <p>ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়া পথচারী মেহেদী হাসান হৃদয় বলেন, রাতে মালিবাগ রেলগেট এলাকায় রেললাইনে একটি ট্রেন কমলাপুরের দিকে যাচ্ছিল এবং অপর একটি ট্রেন কমলাপুর থেকে ছেড়ে আসছিল। সেখানে যে কোনো ট্রেনের ধাক্কায় গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তি রাস্তায় পড়েছিলেন। পরে সেখান থেকে রাতে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।</p> <p>ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট রেলওয়ে থানায় অবগত করা হয়েছে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="বনানী থেকে যুবলীগের সাংগঠনিক সম্পাদক সোহাগ আটক" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/11/1731336887-cc4f67ba3302868816dffdd10eaa8d65.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>বনানী থেকে যুবলীগের সাংগঠনিক সম্পাদক সোহাগ আটক</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/Politics/2024/11/11/1445488" target="_blank"> </a></div> </div> <p>অপর ঘটনায় বনানী এলাকার লোকজন পুলিশকে সংবাদ দিলে বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী ঘটনাস্থলে যান। পরে দুর্ঘটনায় নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে রাত ১২ টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান তিনি। </p> <p>পুলিশের এ কর্মকর্তা বলেন, মৃতের পরিচয় নির্ণয়ের জন্য সিআইডির ক্রাইম সিন ইউনিট প্রযুক্তির মাধ্যমে চেষ্টা করা হচ্ছে।</p>