<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><img alt="https://cdn.kalerkantho.com/public/news_images/share/photo/shares/1.Print/2024/11.November/29-11-2024/2/kalerkantho-kb-3a.jpg" height="73" src="https://cdn.kalerkantho.com/public/news_images/share/photo/shares/1.Print/2024/11.November/29-11-2024/2/kalerkantho-kb-3a.jpg" style="float:left" width="250" />বসুন্ধরা শুভসংঘ ঢাকা কলেজ শাখার উদ্যোগে পলিথিন ব্যবহার বন্ধে গতকাল বৃহস্পতিবার সচেতনতা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। এতে কলেজের শিক্ষার্থী ও শুভসংঘের সদস্যরা অংশ নেন। এই আয়োজনে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক আমিনুর রহমান। তিনি বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পলিথিন শুধু পরিবেশের জন্য ক্ষতিকর নয়, এটি মানুষের স্বাস্থ্যকেও প্রভাবিত করে। আমাদের উচিত দৈনন্দিন জীবনে পলিথিনের ব্যবহার কমানো এবং পরিবেশবান্ধব উপকরণের প্রতি মনোযোগী হওয়া।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এ সময় উপস্থিত ছিলেন ইকবাল হোসেন শিহাব, তৌহিদুল ইসলাম সাগর, আশিক, ইউসুফ আবদুল্লাহ, ফয়সাল, এমদাদুল হক, কাজি ফারুক, মিরাজ, আরাফাত, গগন ঘোষ ও তানভীর মাহাতাব নাভিম।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এদিকে বসুন্ধরা শুভসংঘ হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জের জহুর চান বিবি মহিলা কলেজ শাখার আয়োজনে গতকাল বৃহস্পতিবার </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তরুণদের নতুন বাংলাদেশ</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। ভবিষ্যৎ বাংলাদেশের সম্ভাবনা ও তরুণদের ভূমিকা নিয়ে এই সভায় বক্তারা তাঁদের মূল্যবান দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সভার উদ্বোধন করেন জহুর চান বিবি মহিলা কলেজের অধ্যক্ষ  মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন। তিনি বলেন, তরুণ প্রজন্মের হাতেই দেশের ভবিষ্যৎ। প্রযুক্তি, শিক্ষা ও উদ্ভাবনে তাদের এগিয়ে আসতে হবে। এ দেশকে একটি উন্নত ও সমৃদ্ধ দেশে রূপান্তরের জন্য তরুণদের উদ্ভাবনী চিন্তা-ভাবনা এবং সঠিক দিকনির্দেশনার প্রয়োজন।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এ সময় উপস্থিত ছিলেন জহুর চান বিবি মহিলা কলেজের প্রভাষক তহুরা বেগম, শাহীন মিয়া, আরিফুর রহমান, রুবেল মিয়া, বসুন্ধরা শুভসংঘ জহুর চান বিবি মহিলা কলেজ শাখার সভাপতি সোহানা সাবরিন জারা, সহসভাপতি মুসলিমা আক্তার প্রীতি, জেসিন তালুকদার, জান্নাত আরা ফেরদৌস রিয়া, সুমাইয়া আক্তার রিয়া, সাযিদাতুল জান্নাত, সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস জেমি প্রমুখ।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সভায় মূল বক্তব্য উপস্থাপন করেন জহুর চান বিবি মহিলা কলেজের প্রভাষক তহুরা বেগম। তিনি বলেন, বাংলাদেশ বর্তমানে একটি দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশ। এই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে হলে তরুণদের দক্ষতা উন্নয়নে বিশেষ মনোযোগ দিতে হবে। শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন এবং নৈতিক নেতৃত্বের বিকাশ তরুণদের প্রধান অগ্রাধিকার হওয়া উচিত। নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন পূরণে তরুণরা জাতীয় ঐক্যের প্রতীক হতে পারে। তাদের উচিত নিজেদের মধ্যে বিভেদ ভুলে দেশপ্রেম ও সৃজনশীলতাকে প্রধান্য দেওয়া।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আলোচনাসভায় শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল উৎসাহব্যঞ্জক। একাদশ শ্রেণির শিক্ষার্থী তানজিনা আক্তার বলে, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আমাদের মতো তরুণরা ইতিবাচক চিন্তা ও প্রযুক্তিকে সঠিকভাবে কাজে লাগাতে পারলে দেশের জন্য অনেক কিছু করতে পারব।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p>