<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বসুন্ধরা শুভসংঘ ইডেন মহিলা কলেজ শাখার উদ্যোগে পলিথিন ব্যবহার বন্ধে সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। এ সময় বন্ধুরা পলিথিন ব্যবহার বন্ধে অঙ্গীকার করেন। পিরোজপুরের মঠবাড়িয়ায় কৃষকদের মধ্যে রবিশস্যের বীজ বিতরণ এবং পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কুয়াকাটা সমুদ্রসৈকতে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছেন বন্ধুরা। প্রতিনিধিদের পাঠানো খবর</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">—</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ঢাকা : </span></span></strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বসুন্ধরা</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> শুভসংঘ ইডেন মহিলা কলেজ শাখার উদ্যোগে পলিথিন ব্যবহার বন্ধে সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে কলেজ প্রাঙ্গণে এই কর্মসূচি পালিত হয়। এ সময় বন্ধুরা পলিথিন ব্যবহার বন্ধে অঙ্গীকার করেন।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><img alt="বসুন্ধরা " height="41" src="https://cdn.kalerkantho.com/public/news_images/share/photo/shares/1.Print/2024/11.November/04-11-2024/mk/kk-NEW-3-2024-11-04-14a.jpg" style="float:left" width="300" />কর্মসূচিতে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ কেন্দ্রীয় কমিটির সহসাহিত্য সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক আবরী আক্তার, ফারিয়া হক তাজিম, ইফফাত সুলতানা, সানজিদা আফরিন নীলা, সুরাইয়া খান, সাহিদা ও লাবণ্য রায়।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পিরোজপুর : মঠবাড়িয়ায় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে প্রান্তিক কৃষকদের মধ্যে রবিশস্যের বীজ বিতরণ করা হয়েছে। গতকাল বয়াতিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা হরষিত চন্দ্র কীর্তুনিয়া বীজ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এ সময় বক্তব্য দেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক শিপ্রা রানী বেপারী, সমাজসেবক সাইদুল ইসলাম মহারাজ, ঝর্ণা রানী বেপারী প্রমুখ।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গণমাধ্যমকর্মী শিবাজী মজুমদার শিবু, গাজী মাসুদ রানা ও কালের কণ্ঠের পিরোজপুর আঞ্চলিক প্রতিনিধি দেবদাস মজুমদার উপস্থিত ছিলেন। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কলাপাড়া</span></span></strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> (পটুয়াখালী) : সমুদ্রসৈকত পরিচ্ছন্ন রাখা এবং পর্যটকসহ স্থানীয় ব্যবসায়ীদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বসুন্ধরা শুভসংঘ কুয়াকাটা শাখার উদ্যোগে সোমবার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। এ সময় বক্তব্য দেন বসুন্ধরা শুভসংঘ কুয়াকাটা শাখার সাধারণ সম্পাদক মাকসুদ পারভেজ সাগর, কুয়াকাটা প্রেস ক্লাবের সদস্য আবুল হোসেন রাজু, এস এম আলমাস ও আসাদুজ্জামান মিরাজ।</span></span></span></span></p>