<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নারীর বিরুদ্ধে সহিংসতার গুরুতর সমস্যা ও অনলাইন নির্যাতন নিয়ে</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ১৬ দিনব্যাপী সচেতনতামূলক প্রচার কার্যক্রম শুরু করেছে অ্যাকশনএইড বাংলাদেশ। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়ন ও বিটনিকের সহযোগিতায় এই কার্যক্রমের উদ্বোধন করে অ্যাকশনএইড। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ঘরে বাইরে অনলাইন, নারী থাকুক নিরাপদ সবখানে</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> এই প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল সোমবার রাজধানীর খামারবাড়ির টিঅ্যান্ডটি খেলার মাঠে উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয় এই কার্যক্রম। চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত। এ সময় নাগরিক সংগঠনের প্রতিনিধিরা, কমিউনিটি নেতারাসহ উদ্বিগ্ন নাগরিকরা এক হয়ে নারীর বিরুদ্ধে সহিংসতা মোকাবেলা করতে অঙ্গীকার করেন।</span></span></span></span></span></p>