<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বিশ্বে ফুসফুসের দীর্ঘমেয়াদি রোগ সিওপিডিতে ভুগছে ৩৮ কোটি ৪০ লাখ মানুষ। বছরে মৃত্যু হচ্ছে ৩০ লাখ মানুষের, যা বিশ্বব্যাপী মৃত্যুর তৃতীয় কারণ। বিশেষজ্ঞদের ধারণা, বাংলাদেশে সিওপিডি আক্রান্তের হার অন্য দেশের তুলনায় বেশি। এই সংখ্যা ৬৫ লাখ। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বিশ্ব সিওপিডি দিবস উপলক্ষে গতকাল সোমবার দুপুরে ২৫০ শয্যার টিবি হাসপাতালে এক বৈজ্ঞানিক সেমিনারে এই তথ্য জানানো হয়। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বক্ষরোগ বিশেষজ্ঞ ডা. এ কে এম ফাহমিদ নোমান। সিওপিডি হলে শ্বাসপ্রশ্বাসের প্রবাহ বাধাগ্রস্ত হয়, যা প্রতিনিয়ত অবনতির দিকে যায়। এই রোগ পুরো নিরাময়যোগ্য নয়। তবে চিকিৎসা করলে রোগটি নিয়ন্ত্রণে থাকে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এ বছর দিবসটির প্রতিপাদ্য </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নো ইওর লাং ফাংশন</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">। বিশ্বব্যাপী ফুসফুসসংক্রান্ত সচেতনতা বাড়াতে ফোরাম অব ইন্টারন্যাশনাল রেসপিরেটরি সোসাইটি দিনটিকে ফুসফুস দিবস হিসেবে ঘোষণা করেছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সেমিনারে বিশেষজ্ঞ মতামত প্রদান করেন জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. মো. জহিরুল ইসলাম শাকিল, ডা. গোলাম সারোয়ার বিদ্যুৎ, ডা. মো. জিয়াউল করিম প্রমুখ। তারা বলেন, সিওপিডির কারণে হৃৎপিণ্ড থেকে শুরু করে সব অঙ্গের কার্যক্ষমতা হ্রাস পায়। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রোগীর শারীরিক, মানসিক ও আর্থিক ক্ষতি তার পরিবারকে মারাত্মকভাবে প্রভাবিত করে। সিওপিডি থেকে বাঁচতে ব্যক্তি থেকে শুরু করে পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় পর্যায় থেকে এ রোগ প্রতিরোধে অংশগ্রহণের বিকল্প নেই।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পালমোনলজিস্ট ডা. কাজী মোহাম্মদ আরিফুলের সঞ্চালনায় সেমিনারে সভাপতিত্ব করেন হাসপাতালের উপপরিচালক ডা. আয়শা আক্তার। তিনি বলেন, ধূমপান ও বায়ুদূষণ সিওপিডির বড় কারণ। পরিবেশে ধোঁয়া ও রাসায়নিকের উপস্থিতিতে সিওপিডির ঝুঁকি বাড়ে। কলকারখানায় কাজ করে বা দিনের বেশি সময় রাস্তায় থাকতে হয়, এমন মানুষ এতে বেশি আক্রান্ত হচ্ছে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ডা. আয়শা আক্তার বলেন, দীর্ঘমেয়াদি শ্বাসকষ্ট, কাশি, প্রায়ই জ্বর আসা, শারীরিক দুর্বলতা, গলায় দীর্ঘদিন ধরে অস্বস্তি অনুভব করা, দীর্ঘমেয়াদি মাথা ব্যথা মূলত এ রোগের লক্ষণ। প্রাথমিক অবস্থায় যদি চিকিৎসা শুরু করা যায় তবে রোগটি নিয়ন্ত্রণে থাকে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তিনি আরো বলেন, যেহেতু রোগটি পুরোপুরি নিরাময়যোগ্য নয়, তাই প্রতিরোধে সচেতন হওয়াই শ্রেয়। সবাইকে ধূমপানে নিরুৎসাহ করতে হবে। কলকারখানায় কাজের ক্ষেত্রে সুরক্ষার ব্যবস্থা রাখা এবং পরিবেশদূষণ কমিয়ে আনতে হবে।</span></span></span></span></span></p>