<p>ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে ১৪১ বোতল ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০। গ্রেপ্তারকৃত আসামির নাম মোসা. ময়না বেগম ওরফে মিনু (৪০), বাবা মৃত শেখ মতিয়ার রহমান, সাং-খোড়কী, থানা-কোতয়ালী, জেলা-যশোর।</p> <p>সোমবার (২৫ নভেম্বর) বিকেলে র‍্যাব-১০ এর মিডিয়া সেলের মাধ্যমে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১০) অধিনায়কের পক্ষে সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার সিনিয়র সহকারী পুলিশ সুপার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানান।</p> <p>তিনি জানান, অদ্য ২৫ নভেম্বর র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে, একদল মাদক কারবারি দেশের পশ্চিমাঞ্চল হতে বিপুল পরিমাণ মাদকদ্রব্যের চালান নিয়ে একটি  যাত্রীবাহী বাস যোগে রাজধানী ঢাকার উদ্দেশ্যে রওনা করেছে। উক্ত সংবাদ প্রাপ্তির পর র‌্যাব-১০ এর  একটি আভিযানিক দলটি তাৎক্ষণিক ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন ধলেশ্বরী জোড়া ব্রিজের টোল প্লাজা এলাকায় অবস্থান করে একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে এবং সন্দেহজনক গাড়ি তল্লাশি করতে থাকে।</p> <p>তল্লাশির একপর্যায়ে একই তারিখ বেলা সাড়ে ১২টার দিকে যশোর থেকে ঢাকাগামী নড়াইল এক্সপ্রেস নামে বাসে চেক করার সময় একজন নারী যাত্রীর অবস্থান সন্দেহজনক হলে নারী র‌্যাব সদস্য কর্তৃক তল্লাশিকালে ২টি ব্যাগের ভেতরে রক্ষিত আনুমানিক ৪ লাখ ২৩ হাজার টাকা মূল্যমানের ১৪১ (এক শ একচল্লিশ) বোতল ফেনসিডিলসহ একজন নারী আসামিকে আটক করা হয়।</p> <p>র‌্যাব-১০ এর প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তারকৃত আসামি একজন পেশাদার মাদক কারবারি। সে বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে অবৈধ পন্থায় ফেনসিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে রাজধানী ঢাকাসহ এর আশপাশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল।</p> <p>গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান র‌্যাব-১০।</p>