<p>আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রধান কৌঁসুলি করিম খান সোমবার (২৫ নভেম্বর) কক্সবাজার পৌঁছেছেন। তিনি দুই দিন কক্সবাজার অবস্থান করবেন। বাংলাদেশ সফরের শুরুতেই তিনি ঢাকা থেকে সরাসরি কক্সবাজার আসেন।</p> <p>শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মো. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। </p> <p>সোমবার রাতে তিনি কালের কণ্ঠকে জানান, আইসিসি প্রধান সোমবার কক্সবাজার পৌঁছেন। মঙ্গলবার তিনি কক্সবাজারের উখিয়ার এক ও চার নম্বর রোহিঙ্গা শরণার্থীশিবির পরিদর্শন ও বাস্তুচুত রোহিঙ্গাদের সঙ্গে কথা বলবেন। পরে বিকেল সাড়ে ৪টার দিকে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের সঙ্গে কথা বলবেন।</p> <p>মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে রোহিঙ্গা বিতাড়নে মানবতাবিরোধী অপরাধের বিষয়ে আইসিসির তদন্তের বিষয়ে খোঁজ নেবেন তিনি। আইসিসির প্রধান কৌঁসুলি হিসেবে করিম খানের এটা তৃতীয় বাংলাদেশ সফর।</p> <p>২০১৭ সালের আগস্টের পর রাখাইন রাজ্য থেকে মিয়ানমার সেনারা রোহিঙ্গাদের বিতাড়ন করে মানবতাবিরোধী অপরাধ করেছে কি না, তার জবাবদিহি নিশ্চিত করতে যুক্ত হয়েছে আইসিসি। </p>