<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ঢাকার আশুলিয়ায় আশা এনজিওর কর্মকর্তা সাবিনা ইয়াসমিনকে হত্যার দায়ে এক নারীসহ দুজনের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। গতকাল সোমবার ঢাকার প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ নাসরিন জাহানের আদালত এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন রাজিয়া খাতুন ও মো. আশরাফুল ইসলাম মানিক। একই সঙ্গে অপর আসামি মো. মোসলেম মিয়ার সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আটজনকে বেকসুর খালাস দেন আদালত। রায়ে মৃত্যুদণ্ডের পাশাপাশি রাজিয়া খাতুন ও আশরাফুল ইসলাম মানিককে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। এ ছাড়া দণ্ডবিধির ২০১ ধারার অপরাধের জন্য তাদের প্রত্যেককে সাত বছর সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে পাঁচ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। অন্য আসামি মো. মোসলেম মিয়াকে দণ্ডবিধির ২০১ ধারায় সাত বছর সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে পাঁচ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।</span></span></span></span></span></p>