<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি গতকাল সোমবার বলেছেন, গাজা যুদ্ধ ঘিরে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে একটি যুদ্ধাপরাধের মামলা যথেষ্ট নয়। তার আসলে মৃত্যুদণ্ড হওয়া উচিত। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গত বৃহস্পতিবার নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার পর এটিই খামেনির প্রথম মন্তব্য। তেহরানে এক বৈঠকে নেতানিয়াহুর অপরাধের জন্য গ্রেপ্তারি পরোয়ানা যথেষ্ট নয় বলে খামেনি উল্লেখ করেন। তিনি বলেন, নেতানিয়াহুকে মৃত্যুদণ্ড দেওয়া উচিত, যা কিনা আইসিসি আদেশ দিতে পারবে না।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ইসরায়েলে ৩৪০টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়েছে হিজবুল্লাহ : </span></span></strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ইসরায়েলে</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> ৩৪০টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠী। ইসরায়েলের আর্মি রেডিও গত রবিবার এ কথা জানায়। হামলায় তেল আবিবের যথেষ্ট ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানায় আর্মি রেডিও। এদিকে চলমান সংঘাতের মধ্যেই আঞ্চলিক এক সূত্র দাবি করেছে, ইসরায়েলি বাহিনী ও লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠী যুদ্ধবিরতির খুব কাছাকাছি । ওই সূত্র সিএনএনের কাছে গত রবিবার দাবি করেছে, আগের যেকোনো সময়ের চেয়ে চুক্তির খুব কাছাকাছি দুই পক্ষ। তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি কর্মকর্তারা সবুজ সংকেত দেননি। এ বিষয়ে তারা বেশ সতর্ক রয়েছেন। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বৃষ্টিতে গাজাবাসীর দুর্ভোগ চরমে : </span></span></strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গাজায়</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> তুমুল বর্ষণ বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের দুর্ভোগ আরো বাড়িয়েছে। সিভিল ডিফেন্স সার্ভিসের মুখপাত্র গত রবিবার বলেন, প্রবল বৃষ্টিতে হাজারো তাঁবু উড়ে গেছে। অনেক এলাকায় পানি জমে যাওয়ায় মানুষের তাঁবু, মালপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউএ বলেছে, গাজায় শীতকালের প্রথম বৃষ্টি ফিলিস্তিনিদের দুর্ভোগ আরো তীব্র করেছে। এতে বিভিন্ন এলাকায় পানি জমে যাওয়ায় অন্তত পাঁচ লাখ ফিলিস্তিনি আরো বিপদে পড়বে। ইসরায়েলি বাহিনীর প্রাণঘাতী হামলায় বিধ্বস্ত গাজার বাসিন্দারা বিভীষিকাময় জীবন পার করছে। সেখানে বৃষ্টি আর তীব্র ঠাণ্ডায় চরম দুর্ভোগে পড়েছে তারা। ইউএনআরডব্লিউএ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বলেছে, গাজায় প্রতিটি বৃষ্টির ফোঁটা, প্রতিটি বোমা আর প্রতিটি হামলা পরিস্থিতি আরো শোচনীয়ই করে তুলবে। গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা চলছেই। গতকাল গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, সর্বশেষ ২৪ ঘণ্টায় ২৪ ফিলিস্তিনি নিহত এবং ৭১ জন আহত হয়েছে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সূত্র : এএফপি, আলজাজিরা</span></span></span></span></span></p>