<p>ডেঙ্গু নিয়ে সচেতনতা বাড়াতে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় নানা কর্মসূচির আয়োজন করে বসুন্ধরা শুভসংঘ। বরগুনার বেতাগীতে মাদকের বিরুদ্ধে শপথ নিয়েছে তিন শতাধিক শিক্ষার্থী। প্রতিনিধিদের পাঠানো খবর :</p> <p><img alt="বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে কর্ণফুলীতে ডেঙ্গু সচেতনতা" height="40" src="https://cdn.kalerkantho.com/public/news_images/share/photo/shares/1.Print/2024/11.November/18-11-2024/Rif/23-11-2024-p4-5.jpg" style="float:left" width="158" />কর্ণফুলী (চট্টগ্রাম) : সারা দেশে আশঙ্কাজনকভাবে বেড়েছে ডেঙ্গু। এই রোগে অনেকেই হারাচ্ছে তাদের প্রিয়জন। তাই সাধারণ মানুষের মাঝে ডেঙ্গু সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে গত সোমবার চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় নানা কর্মসূচির আয়োজন করে বসুন্ধরা শুভসংঘ। উপজেলার মইজ্জ্যারটেক চত্বরে ‘ডেঙ্গু সচেতনতা শুরু হোক আপনার থেকেই’ প্রতিপাদ্যে এই কর্মসূচির আয়োজন করা হয়। </p> <p>এ সময় বসুন্ধরা শুভসংঘ কর্ণফুলী উপজেলা শাখার সভাপতি লায়ন শারমিন মনি বলেন, ‘আমরা ডেঙ্গু নিয়ে সাধারণ মানুষকে সচেতনতার কাজটি শুরু করেছি। ধীরে ধীরে আমরা পুরো উপজেলায় আমাদের কাজের পরিধি বিস্তার করব। এতে সবার সহযোগিতা আমাদের প্রয়োজন।’</p> <p>আরো উপস্থিত ছিলেন সহসভাপতি জালাল উদ্দীন রোকন, সাধারণ সম্পাদক মোহাম্মদ লোকমান, যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুল ইসলাম রুবেল, সাংগঠনিক সম্পাদক আরাফাত উদ্দিন রিয়ান, হায়াত তাজবির, গিয়াস উদ্দিন, জসিম উদ্দিন, হাসিনা আক্তার, শাহিন, তাসমিন, ইমন প্রমুখ। বসুন্ধরা শুভসংঘের  সহযোগিতায় এগিয়ে আসে স্টুডেন্ট কেয়ার মডেল স্কুলের শিক্ষার্থীরা।</p> <p>বেতাগী (বরগুনা) : মাদকের বিরুদ্ধে শপথ নিয়েছে তিন শতাধিক শিক্ষার্থী। গতকাল বুধবার বরগুনার বেতাগী উপজেলার পুঁটিয়াখালী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের শপথবাক্য পাঠ করানো হয়। এ সময় বসুন্ধরা শুভসংঘ বেতাগী উপজেলা শাখার সভাপতি মো. কামাল হোসেন খান বলেন, এই প্রজন্মকে মাদকমুক্ত করতে শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।</p> <p>অনুষ্ঠানের প্রধান অতিথি বিবিচিনি স্কুল অ্যান্ড কলেজের সহকারী অধ্যাপক মো. সিকান্দার আলী মৃধা বলেন, ‘মাদকের কুফল সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করানো হয়েছে এবং শিক্ষার্থীদের সচেতনতায় পরিবারের অন্য সদস্যারাও শিখতে পারবেন। বসুন্ধরা শুভসংঘের এই ধরনের আয়োজন একটি মহতী উদ্যোগ এবং এই আয়োজনকে স্বাগত জানাই।’</p> <p>বিশেষ অতিথি ছিলেন পুঁটিয়াখালী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বজলুর রহমান, বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য আরিফ মৃধা, সহকারী শিক্ষক প্রদীপ কুমার বিশ্বাস, সহকারী শিক্ষক মনোয়ারা বেগম, মো. আল আমিন, সহকারী শিক্ষক মো. আল মামুন, ফাইজুর রহমান, সাবিনা ইয়াসমিন, আয়শা সিদ্দিকা, মো. বশির আহমেদ এবং কম্পিউটার ল্যাব সহকারী আব্দুর রহমান।</p> <p> </p> <p> </p>