<p>নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডিএকে টেক্সটাইল নামক একটি সুতার কারখানায় আগুন লেগেছে। বুধবার (২৭ নভেম্বর) ভুলতা ইউনিয়নের ভায়েলা এলাকায় মুড়াপাড়া ভুলতা সড়কের পাশে সাইজিং মিলে এ ঘটনা ঘটে। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ট্রাকচাপা দিয়ে হাসনাত-সারজিসকে হত্যাচেষ্টা" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/27/1732722652-f036d2a614b17b8b4458754dd5201bba.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ট্রাকচাপা দিয়ে হাসনাত-সারজিসকে হত্যাচেষ্টা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/11/27/1451344" target="_blank"> </a></div> </div> <p>স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আগুন লাগার অল্প সময়ের মধ্যেই পুরো কারখানায় আগুন ছড়িয়ে পড়ে। তবে আগুনে সূত্রপাত জানা যায়নি। কাঞ্চন, ডেমরা ও আড়াইহাজার ফায়ার সার্ভিসের চার ইউনিটের সদস্যরা এক ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন।</p> <p>কারখানার মালিক শ্রী কিংকর বাবু বলেন, তার মালিকানাধীন এ টেক্সটাইল মিলে পলেস্টার, টিস্যু ও নাইলন সুতা তৈরি ও সাইজিং করা হয়। </p> <p>মিলের ব্যবস্থাপক শ্রী তরু বাবু বলেন, হঠাৎ করে আগুনের শিখা দেখতে পেয়ে মিলে শ্রমিকরা আগুন নেভানোর চেষ্টা করেন। পরে দ্রুত আগুন পুরো মিলে ছড়িয়ে পড়ে। টেক্সটাইল মিলের কাঁচামাল, উৎপাদিত সুতা, সাইজিং করা সুতা আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। সুতাসহ মেশিনের ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষতির পরিমাণ জানা যায়নি।</p>