<p>রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখা চোরাই মোটরসাইকেল বিক্রির চক্রের এক সদস্যকে আটক করেছে। এই চক্রটি বিশেষ কৌশলে মোটরসাইকেলের ইঞ্জিন ও চেসিস নম্বর পরিবর্তন করে বিক্রি করে আসছিল। বুধবার বিকেলে আরএমপি এ তথ্য নিশ্চিত করে।</p> <p>আরএমপির মিডিয়া সেলের তথ্য অনুযায়ী, অভিযানে চক্রের এক সদস্য গ্রেপ্তার ও দুইটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তি মো. মহব্বত আলী রয়েল (২৭), রাজপাড়া থানার কেশবপুর এলাকার মো. কাওছার আলীর ছেলে।</p> <p>আরএমপি জানায়, গত ২৫ নভেম্বর বিকেলে উপ-পুলিশ কমিশনার মীর মো. শাফিন মাহমুদের নির্দেশনায় গোয়েন্দা পুলিশের এসআই মো. মিজানুর রহমান ও তার দল মাদকদ্রব্য ও চোরাই মালামাল উদ্ধারে অভিযান চালায়। গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, মহব্বত আলী রয়েল কাশিয়াডাঙ্গা থানার চারখুটার মোড়ে চোরাই মোটরসাইকেল বিক্রির জন্য অবস্থান করছে।</p> <p>বিকেল ৪টা ১৫ মিনিটে ডিবি পুলিশের দল চারখুটার মোড়ে অভিযান চালিয়ে রয়েলকে চোরাই মোটরসাইকেলসহ আটক করে। জিজ্ঞাসাবাদে রয়েল স্বীকার করে যে, সে ও তার সহযোগীরা বিভিন্ন জায়গা থেকে মোটরসাইকেল চুরি করে ইঞ্জিন ও চেসিস নম্বর পরিবর্তন করে বিক্রি করে আসছিল। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।</p> <p>রয়েলের দেওয়া তথ্য অনুযায়ী, ডিবি পুলিশ পরবর্তীতে গতকাল রাত ১টা ৪৫ মিনিটে দামকুড়া থানার চর মাঝারদিয়াড় গ্রামে পদ্মা নদীর মধ্য চর থেকে আরেকটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করে।</p> <p>আসামি মহব্বত আলী রয়েল ও তার সহযোগীদের বিরুদ্ধে কাশিয়াডাঙ্গা থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তারকৃত রয়েলকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।</p>