<p>চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়াত বাংলাদেশ।</p> <p>বুধবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের মহাসচিব মাওলানা মুহিউদ্দিন রাব্বানী বলেন, আমরা চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে শহীদ সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এর সঙ্গে জড়িত ইসকনের কর্মী-সমর্থকদের অবিলম্বে গ্রেপ্তারপূর্বক তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়ায় বিচার নিশ্চিত করতে সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="শিবচরে বিক্ষোভ, ইসকন নেতাদের নিরাপদে সরিয়ে নিল পুলিশ" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/27/1732711966-34daaa14ff61653cb14bbcff9a8f2765.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>শিবচরে বিক্ষোভ, ইসকন নেতাদের নিরাপদে সরিয়ে নিল পুলিশ</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/11/27/1451286" target="_blank"> </a></div> </div> <p>তিনি আরো বলেন, আমরা শহীদ আইনজীবী সাইফুল ইসলাম আলিফের আত্মার মাগফিরাত কামনা ও দোয়া করি এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।</p>