<p>সারা দেশে আশঙ্কাজনকভাবে বেড়েছে ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব। ভয়াবহ ডেঙ্গুর কারণে অনেকেই হারাচ্ছেন তাদের প্রিয়জন। এরই পরিপ্রেক্ষিতে সাধারণ মানুষের মাঝে ডেঙ্গু সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং মশাবাহিত এই মারাত্মক রোগটি প্রতিরোধে কর্মসূচির আয়োজন করেছে বসুন্ধরা শুভসংঘ।</p> <p>গত সোমবার (২৫ নভেম্বর) চট্টগ্রাম দক্ষিণ জেলা প্রবেশদ্বারখ্যাত কর্ণফুলী উপজেলা মইজ্জ্যারটেক চত্বরে ‘ডেঙ্গু সচেতনতা শুরু হোক আপনার থেকেই’ এই প্রতিপাদ্য নিয়ে ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির আয়োজন করে বসুন্ধরা শুভসংঘ কর্ণফুলী উপজেলা শাখা।</p> <p>কর্মসূচিতে ডেঙ্গু মশানিধন এবং ডেঙ্গু থেকে রক্ষার উপায়, ডেঙ্গু হলে করণীয় ইত্যাদি সংবলিত ব্যানার ও জনসচেতনতামূলক লিফলেট বিতরণের মাধ্যমে সবাইকে সচেতন করা হয়। এতে স্থানীয় লোকজন যোগ দেন বসুন্ধরা শুভসংঘের সাথে।</p> <p>কর্মসূচি উপস্থিত থেকে বসুন্ধরা শুভসংঘ কর্ণফুলী উপজেলা শাখার সভাপতি সভাপতি লায়ন শারমিন মনি বলেন, ‘আমরা ডেঙ্গু নিয়ে সাধারণ মানুষকে সচেতনতার কাজটি শুরু করেছি। ধীরে ধীরে আমরা পুরো উপজেলাতে আমাদের কাজের পরিধি বিস্তার করব। এতে সবার সহযোগিতা আমাদের প্রয়োজন।’</p> <p>এ সময় আরো উপস্থিত ছিলেন সহসভাপতি জালাল উদ্দীন রোকন, সাধারণ সম্পাদক মোহাম্মদ লোকমান, যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুল ইসলাম রুবেল, সাংগঠনিক সম্পাদক আরাফাত উদ্দিন রিয়ান, হায়াত তাজবির, গিয়াস উদ্দিন, জসিম উদ্দিন, হাসিনা আক্তার, শাহিন, তাসমিন, ইমন প্রমুখ। এ অনুষ্ঠানে বসুন্ধরা শুভসংঘের সাথে সহযোগিতায় এগিয়ে আসেন স্টুডেন্ট কেয়ার মডেল স্কুলের শিক্ষার্থীরা।</p>