<p>শিল্পাঞ্চল আশুলিয়ায় ৪ বছর আগে বন্ধ হওয়া লেনী ফ্যাশন ও লেনী অ্যাপারেলস কারখানার শ্রমিকরা পাওনা টাকা আদায়ে দ্বিতীয় দিনের মতো নবীনগর-চন্দ্রা মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ কর্মসূচি পালন করছেন।</p> <p>আজ বুধবার (২৭ নভেম্বর) সকাল থেকে ডিইপিজেড এলাকায় নবীনগর-চন্দ্র মহাসড়ক অবরোধ করে শ্রমিকরা দ্বিতীয় দিনের মতো এই অবস্থান কর্মসূচি পালন করছেন। এর আগে গতকাল মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল থেকে রাত পর্যন্ত অবরোধ কর্মসূচি পালন করে শ্রমিকরা।</p> <p>বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, প্রায় চার বছর আগে কভিড-১৯ এর দোহাই দিয়ে লেনী ফ্যাশন কারখানা বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। তিন মাসের বকেয়া বেতন, অন লিভ সার্ভিস বেনিফিটের দাবিতে এই বিক্ষোভ কর্মসূচি পালন করছেন শ্রমিকরা।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="স্বামী-স্ত্রীকে বেঁধে মারধর, স্বর্ণালংকার ও টাকা লুট" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/27/1732683561-d82319912041449cd31bdb7e7569d171.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>স্বামী-স্ত্রীকে বেঁধে মারধর, স্বর্ণালংকার ও টাকা লুট</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/11/27/1451167" target="_blank"> </a></div> </div> <p>এদিকে শিল্প পুলিশ ও বেপজা কর্তৃপক্ষ সময় চেয়ে দফায় দফায় শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরানোর চেষ্টা করেও ব্যর্থ হয়। দ্বিতীয় দিনের মতো সড়কে অবস্থান নিয়ে অবরোধ কর্মসূচি পালন করায় সড়কের উভয় পাশে কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। শ্রমিকদের অবরোধের মুখে সড়কটির উভয়পাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।</p> <p>লেনী অ্যাপারেলস লিমিটেডের শ্রমিক আলেয়া বেগম জানান, প্রায় চার বছর আগে করোনার দোহাই দিয়ে লেনী ফ্যাশন কারখানা বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। তিন মাসের বকেয়া বেতন, আন লিভ সার্ভিস বেনিফিটের দাবিতে এই বিক্ষোভ কর্মসূচি পালন করছেন তারা। ‌দাবি আদায়ের আগপর্যন্ত তাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="বিএনপির কাছে গণতন্ত্র ও বাকস্বাধীনতা নিরাপদ : তারেক রহমান" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/27/1732687320-a992f07d19721dbf74df68c1ed4e7c56.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>বিএনপির কাছে গণতন্ত্র ও বাকস্বাধীনতা নিরাপদ : তারেক রহমান</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/11/27/1451179" target="_blank"> </a></div> </div> <p>আশুলিয়া শিল্প পুলিশ ১-এর পুলিশ সুপার সারোয়ার আলম বলেন, ‘শ্রমিকদের পাওনা পরিশোধের বিষয়ে বেপজা কর্তৃপক্ষ ও শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে আলোচনা চলছে। এ ছাড়া শ্রমিকরা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।’</p>