<p style="text-align:justify">দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ তিনজনকে অব্যাহতি দিয়েছেন আদালত। আজ বুধবার ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক মো. আবু তাহের অভিযোগ গঠন শুনানি শেষে এ আদেশ দেন। একইসঙ্গে অপর চার আসামির অব্যাহতির আবেদন নাকচ করে অভিযোগ গঠনের আদেশ দেন। </p> <p style="text-align:justify">অব্যাহতি প্রাপ্ত অপর দুজন হলেন, সাবেক বাণিজ্যমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী এবং সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="পাকিস্তানে রাজনৈতিক বিক্ষোভের জেরে সিরিজের মাঝপথে ফিরে গেছে শ্রীলঙ্কা 'এ' দল" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/27/1732693690-8706e3169641e1cb90a9bbf99fcd0227.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>পাকিস্তানে রাজনৈতিক বিক্ষোভের জেরে সিরিজের মাঝপথে ফিরে গেছে শ্রীলঙ্কা 'এ' দল</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/sport/2024/11/27/1451197" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">যাদের বিরুদ্ধে বিচার শুরু হয়েছে, তারা হলেন, মো. সিরাজুল ইসলাম চৌধুরী, হোসাফ গ্রুপের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, সাবেক জ্বালানি ও খনিজ সম্পদ সচিব নজরুল ইসলাম এবং পেট্রোবাংলার সাবেক পরিচালক মঈনুল আহসান। </p> <p style="text-align:justify">২০০৮ সালের ২৬ ফেব্রুয়ারি খালেদা জিয়া ও তার মন্ত্রিসভার সদস্যসহ ১৬ জনের বিরুদ্ধে বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। শাহবাগ থানায় মামলাটি করেন দুদকের তৎকালীন সহকারী পরিচালক মো. সামছুল আলম। একই বছরের ৫ অক্টোবর ১৬ আসামির বিরুদ্ধে দুদক উপ-পরিচালক মো. আবুল কাসেম ফকির অভিযোগপত্র দাখিল করেন। এর মধ্যে জামায়াত নেতা মতিউর রহমান নিজামী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মানবতাবিরোধী অপরাধ মামলায় ফাঁসি কার্যকর হয়েছে। এছাড়া বিচার চলাকালীন অপর সাতজন মারা যান।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="আইনজীবী হত্যার ভিডিও দেখে গ্রেপ্তার অন্তত ৬" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/27/1732693184-daa79432b242c16e82493597a4d8c41f.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>আইনজীবী হত্যার ভিডিও দেখে গ্রেপ্তার অন্তত ৬</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/11/27/1451195" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়, কয়লা উত্তোলনে দ্বিতীয় সর্বোচ্চ দরদাতা সিএমসির সঙ্গে বড়পুকুরিয়া কয়লা খনির উৎপাদন, ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণ চুক্তি করায় সরকারের প্রায় ১৫৮ কোটি ৭১ লাখ টাকার ক্ষতিসাধন হয়েছে। বড়পুকুরিয়া কয়লা খনির অনুমোদন দিয়ে রাষ্ট্রের আর্থিক ক্ষতিসাধন করা হয়।</p> <p style="text-align:justify">এর আগে, আজ বুধবার (২৭ নভেম্বর) বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার আপিল মঞ্জুর করেন। এর পলে খালেদা জিয়ার ৭ বছরের সাজা বাতিল হলো।</p> <p style="text-align:justify"> </p>