<p>ভারতের অভ্যন্তরে পশ্চিমবঙ্গ সরকার অনলাইনে স্লট বুকিং বন্ধ করে দেওয়ায় দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে গত দুই দিন থেকে পেঁয়াজ ও আলু আমদানি বন্ধ ছিল। এর কারণে গতকাল মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুর ১২টার পর থেকে সকল প্রকার পণ্য রপ্তানি বন্ধ করে দেন ভারতীয় ব্যবসায়ীরা।</p> <p>আজ বুধবার (২৭ নভেম্বর) অনলাইনে স্লট বুকিং চালু করায় সকাল ১১টা ৩০ মিনিটে পেঁয়াজ বোঝাই ৫টি ট্রাক দেশে প্রবেশ করে। এর মধ্য দিয়ে আবারো হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানির কার্যক্রম শুরু হয়েছে। তবে এ রিপোর্ট করা পর্যন্ত হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি হলেও আলু আমদানি হয়নি।</p> <p>বিষয়টি নিশ্চিত করে হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী বলেন, ‘ভারত থেকে অনলাইনে স্লট বুকিং বন্ধ থাকায় পেঁয়াজ-আলু রপ্তানি করতে পারেননি ভারতীয় ব্যবসায়ীরা। এতে করে তাদের অনেক লোকসান হয়। যার কারণে তারা সব পণ্য রপ্তানি বন্ধ করেছিলেন। রাতে সমস্যার সমাধান হলে পুনরায় আজ বুধবার সকাল থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। তবে এখনো আলু আমদানি হয়নি। সব সমস্যা কাটিয়ে দ্রুত সব ধরনের পণ্য ভারত থেকে আমদানি হবে।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ইমোতে প্রেমের পর মুঠোফোনে বিয়ে, ঘর ছেড়ে বিপাকে নারী" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/27/1732698585-1c7e89c3694f352a9c98241cec343367.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ইমোতে প্রেমের পর মুঠোফোনে বিয়ে, ঘর ছেড়ে বিপাকে নারী</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/11/27/1451214" target="_blank"> </a></div> </div> <p>হিলি কাস্টমসের তথ্য মতে, চলতি সপ্তাহে ভারত থেকে ৫৫ ট্রাকে ২ হাজার ২০০ মেট্রিকটন চাল, ১৬৬ ট্রাকে ৪ হাজার ৭০০ মেট্রিকটন আলু এবং ৪৫ ট্রাকে ১ হাজার ৩০০ মেট্রিকটন পেঁয়াজ আমদানি হয়েছে হিলি স্থলবন্দর দিয়ে।</p> <p>ভারত থেকে আমদানি বন্ধের অজুহাতে বেড়েছে চাল, পেঁয়াজ ও আলুর দাম। দুই দিনের ব্যবধানে বেড়েছে জিরাশাইল ও সম্পাকাটারী চালের দাম। জিরাশাইল কেজি প্রতি ২ টাকা বেড়ে ৭০ টাকায় এবং সম্পাকাটারী ২ টাকা বেড়েছে ৬৮ থেকে ৭০ টাকা দরে বিক্রি হচ্ছে। সেই সাথে বেড়েছে ভারতীয় পেঁয়াজ ও আলুর দাম। পেঁয়াজ কেজি প্রতি ৫ টাকা বেড়ে ৮০ টাকা এবং ভারতীয় আলু কেজি প্রতি ১২ টাকা বেড়ে ৭০ টাকা দরে বিক্রি হচ্ছে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="বেনজীরের রিসোর্টে অভিযান না চালানোয় ক্ষোভ" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/27/1732695250-0331f1beab22fb6d25616fda3a99b07b.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>বেনজীরের রিসোর্টে অভিযান না চালানোয় ক্ষোভ</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/11/27/1451201" target="_blank"> </a></div> </div>