<p style="text-align:justify">বগুড়ায় আদালতের নির্দেশে সাড়ে তিন মাস পর বৈষম্যবিরোধি ছাত্র আন্দোলনে নিহত জিল্লুর রহমানের মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে। বুধবার (২৭ নভেম্বর) সকাল ১১টার দিকে গাবতলী উপজেলার গোড়দহ উত্তরপাড়া এলাকা থেকে মরদেহ উত্তোলন করা হয়।</p> <p style="text-align:justify">পরে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ সময় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল মাহমুদ, মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক তরিকুলসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।</p> <p style="text-align:justify">নিহত শ্রমিকদলের নেতা জিল্লুর সরদারের বাড়ি বগুড়ার গাবতলী উপজেলার গোড়দহ উত্তরপাড়া গ্রামে।</p> <p style="text-align:justify">নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল মাহমুদ বলেন, আদালতের নির্দেশে জিল্লুর রহমানের মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে। ময়নাতদন্ত শেষ হলে আবারো যথাযথ পদক্ষেপে দাফন করা হবে।</p>