<p>আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে, কাউকে ছাড় দেওয়া হবে না। বুধবার (২৭ নভেম্বর) চট্টগ্রাম আদালত চত্বরে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের জানাজায় অংশ নিয়ে স্থানীয় সরকার ও ভূমি উপদেষ্টা এম হাসান আরিফ এ হুঁশিয়ারি দেন।</p> <p>ভূমি উপদেষ্টা বলেন, যিনি সন্ত্রাসী কর্মকাণ্ড করেছেন তিনিই দায়ী হবেন। তার সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় পরিচয় বা অন্য কিছুই সামনে আসবে না। আইন অনুযায়ী, তার যে সাজা হাওয়া দরকার তাকে সেটা পেতে হবে। আবার কোনো অপরাধীর জন্য কোনো সংগঠন বা কোনো দল কিংবা কোনো গোষ্ঠীর বিরুদ্ধে আঙুল দেখানো ঠিক হবে না। </p> <p>চিন্ময় কৃষ্ণের বিষয়ে তিনি বলেন, ‘যে সংগঠনের সঙ্গে তার (চিন্ময় কৃষ্ণ) সম্পৃক্ততার কথা বলা হয়েছে, সংগঠন তাকে অস্বীকার করেছে। এ বিষয়ে প্রেস বিজ্ঞপ্তিও দিয়েছে তারা। ঢাকায় তাদের সংগঠনের প্রধানদের সঙ্গে আমার মতবিনিময়ও হয়েছে।’</p> <p>হত্যার নিন্দা জানিয়ে ভূমি উপদেষ্টা বলেন, দোষীদের বিচার নিশ্চিত করবে সরকার। কাউকে ছাড় দেওয়া হবে না। এ সময় সম্প্রীতি রক্ষায় সবাইকে সংযত থাকার আহ্বান জানান তিনি।</p> <p>সকাল ১০টায় আইনজীবী সাইফুল ইসলাম আলিফের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাসিব আজিজ, চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, রাসেল আহমদসহ আইনজীবীদের পাশাপাশি সাধারণ মানুষও অংশ নেয়।</p> <p>সাইফুল হত্যার ঘটনায় জড়িতদের বিচার দাবি জানিয়েছেন আইনজীবীরা। হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে চট্টগ্রামে আদালত বর্জন কর্মসূচি পালন করেছেন তারা।</p> <p>মঙ্গলবার বিকেলে চট্টগ্রামে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী ও আইনজীবীদের সঙ্গে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর অনুসারীদের সংঘর্ষ হয়। সংঘর্ষের সময় আইনজীবী সাইফুলকে হত্যা করা হয়। আদালত ভবনের মূল ফটকের সামনে রঙ্গম সিনেমা হলসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। সংঘর্ষে পুলিশের ১০ সদস্যসহ আহত হয় অন্তত ৩৭ জন।</p>