<p>হাইওয়ে পুলিশের কোনো অন্যায় অপকর্ম, চাঁদাবাজি বা মাসিক কিস্তিতে পরিবহণ থেকে অর্থ আদায়ের প্রমাণ মিললে তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন রংপুর রিজিয়নের হাইওয়ে পুলিশ সুপার মোহাম্মাদ তারিকুল ইসলাম।</p> <p>বুধবার (২৭ নভেম্বর) দুপুরে রংপুর রিজিয়ন হাইওয়ে পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।</p> <p>পুলিশ সুপার বলেন, যদি কোনো গাড়ি রংপুর রিজিয়নে মাসিক চুক্তি করে থাকে বা পুলিশ টাকা নেয়, এ রকম প্রমাণ পাওয়া গেলে নামসহ এডিশনাল আইজির কাছে পাঠানো হবে। শুধু বদলিই বা শাস্তি নয়, ক্রাইম করলে আইন অনুযায়ী প্রয়োজনীয় শাস্তি হবে। যদি কোনো ট্রাক বা কম্পানির সঙ্গে কোনো হাইওয়ে পুলিশ চুক্তি করে, তাকে সাসপেন্ড করা হবে।</p> <p>এ সময় তিনি সাংবাদিকদের বলেন, ‘চেকিং বা কোনো অনিয়ম বা আইনবহির্ভূত কোনো ঘটনা ঘটে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="রংপুরে সড়কে ডাকাতি-চাঁদাবাজি বন্ধের দাবিতে ট্রাক শ্রমিকদের অবরোধ" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/26/1732622213-07da56a144fe3129fb3c00e851723f6b.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>রংপুরে সড়কে ডাকাতি-চাঁদাবাজি বন্ধের দাবিতে ট্রাক শ্রমিকদের অবরোধ</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/11/26/1450873" target="_blank"> </a></div> </div> <p>তিনি আরো বলেন, ‘আঠারো বছরের নিচে যারা অষ্টম শ্রেণীতে পড়ে বা ১০ম শ্রেণীতে পড়ে তাদের দয়া করে মোটরসাইকেল কিনে দিবেন না। ১৮ বছরের নিচে কাউকে মোটরসাইকেল কিনে দেওয়া মানেই আপনি তাদেরকে রিস্কের মধ্যে ফেলে দিচ্ছেন।’</p> <p>তিনি বলেন, ‘সমাজ পরিবর্তন একদিনে হবে না। ৫ আগস্টের পর কিছু কিছু পরিবর্তন হচ্ছে। সমাজ যখন পরিবর্তন হবে তখন এটি পাহাড়ের মতো দাঁড়িয়ে যায়। এখন বাংলাদেশ পুলিশে সাড়ে ১৬ হাজার মেয়ে আছে। এখন স্কুল কলেজগুলোতে মেয়েদের সরব উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। এসব পরিবর্তন ধীরে ধীরে হবে এবং আমাদেরকে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।’ </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ার্ডের সামনে ভাগাড়" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/23/1732367226-e06d061a77a7bde916b8a91163029d41.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ার্ডের সামনে ভাগাড়</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/11/23/1449794" target="_blank"> </a></div> </div> <p>পুলিশের কাজ শুরু করার ব্যাপারে তিনি বলেন, ‘এখনো পুলিশ কাজ শুরু করেনি, তারপরেও আমরা মোটিভেশন দিচ্ছি, কাজ শুরু করছি যাতে করে মাঠে কাজ করে। দুই পক্ষের যে শত্রুতা তৈরি হয়ে গেছে এই শত্রুতা ভাঙতে হবে। আমরা আগের মত লোক দেখানো বন্ধুত্ব চাই না, আমরা চাই কাগজে-কলমে।’ </p> <p>পুলিশ সুপার বলেন, রাস্তা বন্ধ করে চেকপোস্ট করা যাবে না। রাস্তার এক পাশে নিয়ে চেকপোস্ট করতে হবে, যাতে অন্য যানবাহন চলাচল করতে পারে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="মহাসড়কে তীব্র যানজট, হাইওয়ে পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/10/1728545689-899f801760204e84259de0c75e66d2ec.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>মহাসড়কে তীব্র যানজট, হাইওয়ে পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/10/10/1433746" target="_blank"> </a></div> </div> <p>থ্রি হুইলার প্রসঙ্গে তিনি বলেন, প্রত্যেকটা হাইওয়েতে যেন আলাদা লেন থাকে, যেগুলোতে থ্রি হুইলার বা অন্যান্য যানবাহন চলতে পারে। থ্রি হুইলার আমাদের জীবনের একটি পার্ট হয়ে গেছে। ইচ্ছে করলেই তাদেরকে বন্ধ করতে পারবেন না। মহাসড়কে যেখানে থ্রি হুইলার চলা যাবে না সেই আইন প্রয়োগে কঠিন হবে।</p>