<p>দুজনের নামের শেষে আছে খান। দুজনই চলচ্চিত্রের মানুষ। একজনের চলচ্চিত্রে আগমন নব্বইয়ের দশক, আরেকজনের আরো পরে। তারা হলেন আমিন খান ও শাকিব খান। প্রায় দুই যুগ আগে তাদের একসঙ্গে সিনেমায় দেখা যেত। তাদের দুর্দান্ত অভিনয়ে একাধিক ব্যবসাসফল সিনেমা পেয়েছে ঢালিউড! এর পর থেকে আর একসঙ্গে স্ক্রিনে দেখা যায়নি তাদের! এবার তাদের পাওয়া গেল এক ফ্রেমে, এক ছবিতে।</p> <p>এদিকে বহু বছর পর একই ফ্রেমে দেখা গেল শাকিব খান ও আমিন খানকে। দুজনে পরস্পরের কাঁধে কাঁধ রেখে থামস আপ দিয়ে আছেন। দুই খানের মুখে যেন হাসি ফোরাচ্ছে না! কেন তারা একত্র হয়েছেন কিংবা আগামীতে কোনো কাজে তাদের একসঙ্গে দেখা যাবে, তা পরিষ্কার জানা যায়নি।</p> <p>বলে রাখা দরকার, শুরু থেকে শাকিব বড় পর্দায় নিয়মিত থাকলেও এক যুগ থেকে চলচ্চিত্রে অনিয়মিত হয়ে পড়েন আমিন খান। দিনে দিনে শাকিব খান নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেলেও আমিন খানকে আর সেভাবে পাওয়া যায়নি। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে সিনেমাপ্রেমীরা প্রায়ই আমিন খানকে বড় পর্দায় দেখার আগ্রহ জানিয়ে লেখালেখি করেন। কালেভদ্রে দু-একটি টিভিসি-তে তার উপস্থিতি দর্শকদের নজর কাড়ে।</p> <p>তবে চলচ্চিত্রেও ফিরতে চান এই অভিনেতা। আমিন খান একাধিকবার বলেছেন, পরিচালকরা যদি তাকে ভেবে আকর্ষণীয় কোনো চরিত্রে তাকে অফার করেন তিনি সিনেমা করবেন।</p> <p>একসঙ্গে শাকিব খান ও আমিন খান অভিনীত সিনেমাগুলোর মধ্যে রয়েছে ‘হীরা চুনি পান্না’, ‘উত্তেজিত’, ‘হিম্মত’, ‘গরম খবর’, ‘সাত খুন মাফ’, ‘পিতার আসন’, ‘ফুল নেব না অশ্রু নেব, ‘সমাধি’ প্রভৃতি।</p>