<p>গাজীপুরের কালিয়াকৈরে জুয়ার বিভিন্ন সরঞ্জাম, নগদ টাকাসহ ১৯ জনকে আটক করেছে পুলিশ। বুধবার (২৭ নভেম্বর) আটকদের আদালতের মাধ্যমে গাজীপুর জেলহাজতে পাঠানো হয়।</p> <p>পুলিশ সূত্র জানায়, শ্রীফলতলী এলাকার সোনাতলী ব্রিজের নিচে তুরাগ নদীর শাখা নদীতে মঙ্গলবার রাতে একটি দল নৌকার ভেতর জুয়া খেলছিল। উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহাম্মেদ পুলিশ নিয়ে ওই এলাকায় অভিযান চালিয়ে ১৯ জুয়ারিকে আটক করেন। এ সময় জব্দ করা হয় একটি বড় নৌকা, ওয়ানটেন সুটার বোর্ড, লাল হলুদ, সবুজ রঙের ছয়টি সুটার পিন, জুয়া খেলার ব্যবহৃত ব্যানার বোর্ড, একটি স্টিলের তৈরি বক্স ,তিনটি মোবাইল ফোনসহ নগদ ৬৮ হাজার ১৫০ টাকা। </p> <p>এ ঘটনায় কালিয়াকৈর থানার এসআই সুজিত কুমার বাদী হয়ে আটকদের নামে মামলা করেন। বুধবার আটকৃতদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে গাজীপুর জেলহাজতে পাঠানো হয়েছে। </p> <p>আটকরা হলেন শামীম রেজা, আবুল হোসেন, আব্দুর রশিদ, এম এম রশিদ, আলামিন, শাহ আলম, মাসুদ, জিল্লুর রহমান, আজিজুল হক, আমির হামজা, মিজানুর রহমান, জসিম উদ্দিন, লালমিয়া ইসমাইল খান, এনামুল হক, মাসুদ, শাহজাহান, জুলহাস, হালিম।</p> <p>কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে ১৯ জনকে জুয়ার বিভিন্ন সরঞ্জামসহ গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।</p>