<p>সাভারের ডিজিএফআইর ক্যাপ্টেন পরিচয় দিয়ে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে টাকা আদায় করায় চার ভুয়া ডিজিএফআইর সদস্যকে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে সাভারের পুলিশ টাউন এলাকা থেকে তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায় সাভার মডেল থানার পুলিশ।</p> <p>আটককৃতরা হলেন হাবিব, ভুয়া ডিজিএফআইর ক্যাপ্টেন মিজান, ড্রাইভার মো. নাছির (৩৫) ও কাদের সিকদার। এ ঘটনায় তাদের দলনায়ক ইয়াজ উদ্দিন মন্টু ও তার সহযোগী মানিক পলাতক।</p> <p>শামীম নামের এক ভুক্তভোগী বলেন, ‘আটককৃতরা ডিজিএফআইর সদস্য পরিচয় দিয়ে আমার কাছে পাঁচ লাখ টাকা দাবি করেন। আমি টাকা দিতে না চাইলে তারা বিভিন্ন ধরনের হুমকি দেন।’</p> <p>সাভার চামড়া শিল্পনগরী ফাঁড়ির ইনচার্জ সিরাজুল ইসলাম সবুজ বলেন, প্রতারণা করে মানুষের কাছ থেকে টাকা নেওয়ার সময় ভুক্তভোগী জনতা, পুলিশ ও ডিজিএফআই সদস্যদের সহযোগিতায় চারজনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে ভুয়া পরিচয়পত্রসহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।</p>