<p style="text-align:justify">পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহার করেছে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। আজ বুধবার ভোরে দলটির শীর্ষ পর্যায় থেকে এ ঘোষণা দেওয়া হয়।  ইমরান খানের নির্দেশনার ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ ঘোষণা করবে জানিয়েছে দলটি।</p> <p style="text-align:justify">বুধবার পিটিআইয়ের কেন্দ্রীয় মিডিয়া সেলের এক বিবৃতিতে বলা হয়েছে, সরকারের বর্বরতা এবং সাধারণ নাগরিকদের জন্য রাজধানীকে একটি ‘কসাইখানায়’ পরিণত করার পরিকল্পনার কথা মাথায় রেখে আমরা আমাদের শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি সাময়িক স্থগিত ঘোষণা করছি। এখন পর্যন্ত ৮ কর্মী নিহতের খবর পাওয়া গেছে বলে জানিয়েছে দলটি। </p> <p style="text-align:justify">কারাবন্দী ইমরান খানের মুক্তি, সরকারের পদত্যাগ ও সংবিধানের ২৬তম সংশোধনী বাতিলের দাবিতে ডি-চকে ডাকা সমাবেশ গতকাল সহিংস রূপ নেয়। গত তিন দিন ধরে চলা এই সমাবেশে যাওয়ার পথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে পিটিআই নেতা-কর্মীদের দফায় দফায় সংঘর্ষ হয়। এতে অন্তত সাতজন নিহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে গতকাল সেনাবাহিনী মোতায়েন করা হয়।</p>