<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গাজীপুরের কালিয়াকৈরের পশ্চিম চন্দ্রায় টু এক্সেল কারখানার শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে গতকাল বৃহস্পতিবার বিক্ষোভ মিছিলসহ সড়ক অবরোধ করেছে। এর আগে গত সোমবার ও মঙ্গলবার ওই কারখানার শ্রমিকরা একই দাবিতে মহাসড়ক অবরোধ করে। গতকাল অবরোধের ফলে সড়কের ওই স্থানের দুই পাশে দীর্ঘ যানজটে যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়। পুলিশ ওই কারখানায় গিয়ে শ্রমিকদের বুঝিয়ে শান্ত করার পর দুপুর সাড়ে ১২টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কারখানার শ্রমিক ও পুলিশ সূত্রে জানা যায়, টু এক্সেল কারখানার শতাধিক শ্রমিক গত নভেম্বর মাসের বকেয়া বেতনের দাবিতে গত সোমবার ও মঙ্গলবার বিক্ষোভ করেছে। গত ২৩ ডিসেম্বর বেতন পরিশোধ করার কথা থাকলেও ওই দিন কর্তৃপক্ষ বেতন পরিশোধ না করেই ছুটির আগে কারখানা থেকে পলিয়ে যায়। পরে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করে বেতন না পেয়ে রাত ৯টার দিকে চন্দ্রা-নবীনগর সড়ক অবরোধ করে শ্রমিকরা। পরে পুলিশের সহযোগিতায় রাত ১২টার দিকে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পরের দিন গত মঙ্গলবার সকাল ১১টার দিকে শ্রমিকরা একই দাবিতে কারখানার পাশে কালিয়াকৈর-চন্দ্রা সড়কে অবরোধ করে। পুলিশ সকাল সাড়ে ১১টার দিকে কারখানায় এসে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে বিকেলের মধ্যেই শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেয়। বিকেলেও বকেয়া বেতন পরিশোধ না করায় ফের শ্রমিকরা সড়ক অবরোধ করে। পুলিশ রাত সাড়ে ৮টার দিকে সড়ক থেকে শ্রমিকদের সরিয়ে দেয়। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গতকাল বৃহস্পতিবার সকাল ৯টার দিকে শ্রমিকরা কালিয়াকৈর-নবীনগর সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে শান্ত করে সড়ক থেকে সরিয়ে দেয়। পরে পুলিশ মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে আগামী ৩১ ডিসেম্বর বেতন পরিশোধ করার আশ্বাস দিলে শ্রমিকরা বাড়ি ফিরে যায়। কালিয়াকৈর থানার ওসি রিয়াদ মাহমুদ বলেন, কারখানা কর্তৃপক্ষ বারবার বেতন পরিশোধের তারিখ দিলেও বেতন দেয়নি। </span></span></span></span></span></p>