<p>সড়কে চাঁদাবাজি, ডাকাতি ও হাইওয়ে পুলিশের হয়রানি বন্ধের দাবিতে রংপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ট্রাক শ্রমিকরা। মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে রংপুর নগরীর আর কে রোড এলাকায় এ বিক্ষোভ করেন তারা।</p> <p>এ সময় রংপুর-ঢাকা মহাসড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে চরম দুর্ভোগের শিকার হতে হয় যাত্রীদের। সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে এসে সন্ধ্যার মধ্যে সমাধানের আশ্বাস দিলে প্রায় দেড় ঘণ্টা পর অবরোধ তুলে নেন শ্রমিকরা।</p> <p>শ্রমিকদের অভিযোগ, রংপুর-দিনাজপুরসহ ঢাকা-সিরাজগঞ্জ পর্যন্ত মহাসড়কে প্রতিদিন ট্রাক আটকিয়ে ডাকাতি করছে দুর্বৃত্তরা। তারা টাকা পয়সা নেওয়ার সঙ্গে সঙ্গে ড্রাইভার-হেলপারদেরও কুপিয়ে আহত করছে। এ বিষয়ে প্রশাসনকে বার বার জানানোর পরেও কোনো পদক্ষেপ গ্রহণ না করায় বাধ্য হয়ে তারা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত অবরোধ চলবে বলেও জানায় তারা।</p> <p>তারা আরো অভিযোগ করেন, রংপুরের তারাগঞ্জ উপজেলার বালাবাড়ি থেকে বড়দরগা, গাইবান্ধার গোবিন্দগঞ্জসহ বিভিন্ন মহাসড়কে ট্রাক আটকিয়ে হাইওয়ে পুলিশ কাগজ পরীক্ষার নামে চাঁদাবাজি করছে। টাকা না দিলে তারা মোটা অঙ্কের টাকা জরিমানা করছে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ার্ডের সামনে ভাগাড়" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/23/1732367226-e06d061a77a7bde916b8a91163029d41.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ার্ডের সামনে ভাগাড়</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/11/23/1449794" target="_blank"> </a></div> </div> <p>এ ঘটনায় ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম মানিক বলেন, ট্রাক শ্রমিকদের পিঠ দেয়ালে ঠেকে গেছে,  মহাসড়কে ট্রাক থামিয়ে ডাকাতি হচ্ছে, ডাকাতরা মালামাল লুট করে নিয়ে যাচ্ছে, ডাকাতদের হামলায় ট্রাক ড্রাইভার আহত হয়ে হাসপাতালে কাতরাচ্ছে। কিন্তু প্রশাসন কোনো পদক্ষেপ নিচ্ছে না। অপরদিকে হাইওয়ে পুলিশের চাঁদাবাজিও বন্ধ হচ্ছে না। রংপুরের তারাগঞ্জ থেকে বগুড়া পর্যন্ত বিভিন্ন স্থানে কাগজ পরীক্ষার নামে গাড়ি আটকিয়ে চাঁদাবাজি করা হচ্ছে।</p> <p>তিনি আরো বলেন, ‘একটি স্থানে কাগজ পরীক্ষা করা হোক, বার বার বিভিন্ন স্থানে কাগজ দেখার নামে হাইওয়ে পুলিশকে চাঁদাবাজি বন্ধ করতে হবে। ট্রাক শ্রমিকরা বাধ্য হয়ে মহাসড়ক অবরোধ করেছে। সেনাবাহিনী ও পুলিশ আমাদের সন্ধ্যা পর্যন্ত সময়ের মধ্যে দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়ায় আমরা আপাতত অবরোধ প্রত্যাহার করছি। এর পরেও দাবি মানা না হলে কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="রংপুরে সাবেক এমপি রাঙ্গা ও বাবলুর বিরুদ্ধে মামলা" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/19/1732024335-e06d061a77a7bde916b8a91163029d41.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>রংপুরে সাবেক এমপি রাঙ্গা ও বাবলুর বিরুদ্ধে মামলা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/11/19/1448427" target="_blank"> </a></div> </div> <p>রংপুর মেট্রোপলিটন কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, ‘ট্রাক শ্রমিকদের দাবি-দাওয়াগুলো নিয়ে আমরা সন্ধ্যার মধ্যে আলোচনা করে সমাধান করার চেষ্টা করব। আপাতত অবরোধ প্রত্যাহার করা হয়েছে। পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে আছে।’</p>