<p style="text-align:justify">মিলনায়তনের পুরোটা জুড়ে নানা ধরণের বাদ্যযন্ত্র। সবই দেশীয়। যেগুলো আমাদের লোক সংগীতের সবচেয়ে বড় বাহক। এসব দেখতে আসছেন বিভিন্ন বয়সী দর্শকেরা। কেউ ছুঁয়ে দেখছেন, কেউ হাতে নিয়ে টু-টাং আওয়াজ তুলছেন।পাঁচদিনের এমন বাদ্যযন্ত্রের প্রদর্শনী শুরু হয়েছে গতকাল ২৫ নভেম্বর থেকে। ‘অবকল্প’নামের একটি সংগঠন ‘নিরাময়ের ঐকতান’শিরোনামের এই আয়োজন করেছে রাজাধানীর মিরপুর রোডের ‘অলিয়ঁজ ফ্রঁসেজে।</p> <p>গতকাল সোমবার সন্ধ্যা ৬টায় প্রদর্শনী উদ্বোধন করেন বাউল শফি মন্ডল। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘অলিয়ঁজ ফ্রঁসেজ’ এর পরিচালক ফ্রাঁসোয়া ঘ্রোঁচ।</p> <p>অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গায়ক খুরশীদ আলাম, সঙ্গীতজ্ঞ মোহাম্মদ আলি নকি, নৃত্য শিল্পী তামান্না রহমান, বিশিষ্ট শিক্ষাবিদ মফিদুল ইসলাম, নাট্যশিক্ষক কামাল উদ্দিন কবীর, প্রমূখ। প্রদর্শনীটির মুলভাবনা ও সৃজন সাংস্কৃতিক গবেষণা কেন্দ্র ’অবকল্প’ এর পরিচালক মোহাম্মদ জাকির হোসেন এবং এর কিউরেটিং করেছেন লুসি তৃপ্তি গমেজ।</p> <p>দর্শক সমাগমে মূখর প্রদর্শীটিতে ভীড় করেছিল শহরের শিল্পানুরাগীগণ, তরুন, শিশুরা। প্রদর্শনীটি চলবে আগামী ২৯ নভেম্বর ২০২৪ পর্যন্ত। প্রদর্শনীর ২য় দিনে উপস্থিত ছিলেন শিল্পী রাহুল আনন্দ এবং কনক আদিত্য, কবি আলফ্রেড খোকন, অভিনেতা আশিষ খন্দকার। সন্ধ্যা ৭টা থেকে রাত ৯ টা পর্যন্ত থাকবে মোস্তাফিজুর রহমান মিঠুর কণ্ঠে শোনা যায় মরমি শিল্পী আব্দুল আলীমের গান।</p> <p> </p> <p> </p>