<p>ইউক্রেনের জ্বালানি অবকাঠামোগুলেঅতে ‘বিশাল’ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনের জ্বালানি মন্ত্রী এ খবর জানিয়েছে। আজ বৃহস্পতিবার একটি ফেসবুক পোস্টে জ্বালানি মন্ত্রী জার্মান গালুশচেঙ্কো এ কথা জানিয়েছেন।</p> <p>তিনি বলেছেন, ‘ইউক্রেনজুড়ে জ্বালানি অবকাঠামোতে হামলা চলছে। জাতীয় পাওয়ার গ্রিডের অপারেটর ‘জরুরীভাবে বিদ্যুৎ সংযোগ চালু করেছে।’ হারমান হালুশচেঙ্কো জানিয়েছেন, হামলার ফলে জরুরি বিদ্যুৎ বিভ্রাট শুরু হয়েছে। হামলার পর ইউক্রেনে ১০ লাখেরও বেশি মানুষ বিদ্যুৎ বিহীন অবস্থায় আছে। </p> <p>এদিকে কিয়েভসহ দেশের বিভিন্ন শহরে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার সকালে ইউক্রেনীয় বিমান বাহিনী ‘ক্ষেপণাস্ত্রের হামলার’ আশঙ্কায় দেশব্যাপী বিমান হামলার সতর্কতা জারি করেছিল। রাশিয়া বারবার ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামোতে হামলা চালিয়েছে বলে প্রতিবেদনে বলা হয়। তবে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এখনো কোনো ঘোষণা দেয়নি।</p> <p>স্থানীয় সময় আজ সকালে ইউক্রেনের ওডেসা, ক্রোপিভনিটস্কি, খারকিভ, রিভনে এবং লুটস্ক শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইউক্রেনের সংবাদমাধ্যম জেরকালো টাইজনিয়া এবং সাসপিলনে বিষিয়টি নিশ্চিত করেছে। কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো টেলিগ্রাম মেসেজিং অ্যাপে বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে থাকতে বলেছেন।</p> <p>আঞ্চলিক সামরিক প্রশাসন তার টেলিগ্রাম চ্যানেলে জানিয়েছেন, ইউক্রেনের সুমি অঞ্চলে শোস্টকা সম্প্রদায়ের অবকাঠামোও রাশিয়ান ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমান পর্যবেক্ষণ করা হচ্ছে।</p> <p>আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান ওলেগ সিনেগুবভ খারকিভ জেলায় তিনটি ক্ষেপণাস্ত্র হামলার কথা জানিয়েছেন। তিনি তার টেলিগ্রাম চ্যানেলে স্থানীয় সময় সকাল ৬ টা ৪৫ মিনিটে লিখেছেন, ‘এখন পর্যন্ত কোনো হতাহতের ঘটনা ঘটেনি।’</p> <p>ন্যাশনাল পাওয়ার গ্রিড অপারেটর ইউক্রেনারগোর মতে কিয়েভ, ওডেসা, ডিনিপ্রো এবং ডোনেটস্ক অঞ্চলে বিদ্যুৎ বিভ্রাট শুরু হয়েছে। বর্তমানে সারা দেশে তাপমাত্রা প্রায় শূণ্য ডিগ্রি সেলসিয়াসে নেমে গেছে।</p> <p>হামলার প্রতিক্রিয়ায় ইউক্রেনের প্রেসিডেন্ট অফিসের প্রধান আন্দ্রি ইয়ারমাক বলেছেন, ‘রাশিয়ারা তাদের সন্ত্রাসী কৌশল চালিয়ে যাচ্ছে।’  </p> <p>তিনি তার টেলিগ্রাম চ্যানেলে ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অফ কোরিয়ার কথা উল্লেখ করে লিখেছেন, ‘শীতকালে তারা ইউক্রেনের অবকাঠামোতে আঘাত করার জন্য এবং বেসামরিকদের বিরুদ্ধে যুদ্ধ চালানোর জন্য ক্ষেপণাস্ত্র মজুত করেছিল। যাতে তাদের উন্মাদ মিত্ররা সাহায্য করেছে (উত্তর কোরিয়া থেকে সেনা পাঠানোর কথা বলেছেন)। </p> <p>তিনি আরো বলেন, ‘তারা এমনকি শিশুদের সঙ্গেও যুদ্ধ করেছে।’</p> <p>এদিকে ইউক্রেনীয় নৌবাহিনী আজ বৃহস্পতিবার জানিয়েছে, রাশিয়ান নৌবাহিনী কৃষ্ণ সাগরে ক্ষেপণাস্ত্রসহ জাহাজ মোতায়েন করেছে।</p> <p>সূত্র : আলজাজিরা <br />  </p>