<p>আগামী বছর রাশিয়ার প্রতিরক্ষা ব্যয় ৩০ শতাংশ বাড়ানোর অনুমোদন দিয়েছেন দেশটির পার্লামেন্টের উচ্চকক্ষের আইন প্রণেতারা। ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযান অব্যাহত রাখার অংশ হিসেবে এই ব্যয় বৃদ্ধির অনুমোদন দেওয়া হয়েছে বলে মত বিশ্লেষকদের।</p> <p>বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, সোভিয়েত আমলের পর থেকে প্রতিরক্ষায় কখনো এত বেশি ব্যয় করতে দেখা যায়নি রাশিয়াকে। বিশেষ করে ইউক্রেনে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাতে এবং সম্মুখ সারির যোদ্ধাদের পেছনে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করতে হচ্ছে মস্কোকে।</p> <p>২০২৫ সালের প্রতিরক্ষা বাজেটে ১২৫ বিলিয়ন ডলার বরাদ্দের অনুমোদন দেওয়া হয়েছে, যা দেশটির সমাজকল্যাণ এবং শিক্ষা খাতের যৌথ বাজেটের চেয়ে বেশি। তবে এই বাজেটে রাশিয়ার অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যয়ের বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়নি। বাজেটকে আইনে পরিণত করতে তা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে পাঠানো হবে।</p> <p>এদিকে দ্বিপক্ষীয় বৈঠকের জন্য দক্ষিণ কোরিয়ায় পৌঁছেছে ইউক্রেনের প্রতিনিধিদল। দেশ দুটির কর্মকর্তারা ইউক্রেনের জন্য দক্ষিণ কোরিয়ার সামরিক সহায়তা নিয়ে আলোচনা করবেন বলে ধারণা করা হচ্ছে।</p> <p>ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, প্রতিরক্ষা প্রধান রুস্তেম উমেরভ এরই মধ্যে দক্ষিণ কোরিয়ায় পৌঁছেছেন। তিনি সেখানে বৈঠক করবেন। দক্ষিণ কোরীয় সংবাদমাধ্যম জানিয়েছে, প্রেসিডেন্ট ইউন সুক ইওলের সঙ্গে রুস্তেম উমেরভের বৈঠক হওয়ার কথা। তবে বিষয়টি নিশ্চিত করতে অস্বীকৃতি জানিয়েছে প্রেসিডেন্টের দপ্তর। সূত্র : দ্য গার্ডিয়ান</p> <p> </p> <p> </p>