<p>মাদারীপুরের শিবচরে পানিতে ডুবে আব্দুর রহিম (৩) ও সাফানা আক্তার (৫) নামের আপন দুই ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত ওই দুই শিশু উপজেলার দত্তপাড়া ইউনিয়নের চরবাচামারা করম আলী হাজীর কান্দি গ্রামের সৌদি প্রবাসী সানোয়ার হোসেনের ছেলে-মেয়ে। একই পরিবারের কোমলমতি দুই শিশুর মৃত্যুতে পরিবারে চলছে আহাজারি। এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।</p> <p>পারিবারিক সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকাল ১১টার দিকে শিশু আব্দুর রহিম ও সাফানা আক্তার বাড়ির পাশে খেলা করছিল। খেলতে খেলতে পরিবারের সদস্যদের অগোচরে শিশু দুটি অসাবধানতাবশত পাশের পুকুরের পানিতে পড়ে তলিয়ে যায়। কিছু সময় পর পরিবারের লোকজন তাদেরকে দেখতে না পেয়ে খুঁজতে থাকে। পরে পুকুরের পানিতে শিশু দুটিকে ভাসতে দেখে এলাকাবাসী। পরে তাদেরকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="মুক্তিযোদ্ধা বাবাকে আটকে রেখেছিলেন মেয়েরা, উদ্ধার করলেন ইউএনও" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/28/1732787682-0331f1beab22fb6d25616fda3a99b07b.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>মুক্তিযোদ্ধা বাবাকে আটকে রেখেছিলেন মেয়েরা, উদ্ধার করলেন ইউএনও</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/11/28/1451600" target="_blank"> </a></div> </div> <p>উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগের চিকিৎসক ডা. তরিকুল ইসলাম বলেন, ‘হাসপাতালে আনার আগেই ওই দুই শিশুর মৃত্যু হয়। দেখে মনে হচ্ছে দীর্ঘ সময় পানিতে তলিয়ে ছিল।’</p> <p>শিবচর থানার ওসি মোক্তার হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ভারত থেকে এলো ২৫০২.৬ টন পেঁয়াজ ও ২৯৪২.১ টন আলু, দাম কমবে কবে?" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/28/1732774052-d82319912041449cd31bdb7e7569d171.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ভারত থেকে এলো ২৫০২.৬ টন পেঁয়াজ ও ২৯৪২.১ টন আলু, দাম কমবে কবে?</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/11/28/1451545" target="_blank"> </a></div> </div>