ঢাকা, শনিবার ০৫ এপ্রিল ২০২৫
২১ চৈত্র ১৪৩১, ০৫ শাওয়াল ১৪৪৬

ঢাকা, শনিবার ০৫ এপ্রিল ২০২৫
২১ চৈত্র ১৪৩১, ০৫ শাওয়াল ১৪৪৬
শুভ কাজে সবার পাশে

হাতে হাতে নতুন বই শিক্ষার্থীদের উচ্ছ্বাস

  • মাদারীপুর, গাইবান্ধা, দশমিনা, বীরগঞ্জ ও লালপুরে বসুন্ধরা শুভসংঘ স্কুলের শিক্ষার্থীদের মধ্যে নতুন বই বিতরণ
কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
হাতে হাতে নতুন বই শিক্ষার্থীদের উচ্ছ্বাস
মাদারীপুরে নতুন বই হাতে বসুন্ধরা শুভসংঘ স্কুলের শিক্ষার্থীরা। গতকাল শিক্ষার্থীদের মধ্যে নতুন বই বিতরণ করা হয়। ছবি : কালের কণ্ঠ

মাদারীপুর, গাইবান্ধা, পটুয়াখালীর দশমিনা, দিনাজপুরের বীরগঞ্জ ও নাটোরের লালপুরে বসুন্ধরা শুভসংঘ স্কুলের শিক্ষার্থীদের মধ্যে নতুন বই বিতরণ করা হয়েছে। নতুই বই পেয়ে স্কুলের শিশু শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করে। প্রতিনিধিদের পাঠানো খবর :

মাদারীপুর : বসুন্ধরা শুভসংঘ স্কুলে গতকাল বই উৎসব উদযাপিত হয়েছে। উৎসবে অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফাতিমা আজরিন তন্বী।

সদর উপজেলার পেয়ারপুর আশ্রয়ণ প্রকল্প এলাকার এই বিদ্যালয়ে প্রায় ১৫০ জন শিক্ষার্থী বিনা মূল্যে লেখাপড়া করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বসুন্ধরা শুভসংঘ মাদারীপুর জেলা শাখার সভাপতি ওহিদুজ্জামান কাজল। উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ মাদারীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক জুবায়ের জাহিদ, মোহাম্মদ দিদার মোল্লা, রোমান শিকদার প্রমুখ।

বসুন্ধরা গাইবান্ধা : সদর উপজেলার কামারজানিতে বসুন্ধরা শুভসংঘ স্কুলে শিক্ষার্থীদের গতকাল বই দেওয়া হয়েছে।

শিশুদের হাতে বই তুলে দেন বসুন্ধরা শুভসংঘ জেলা সভাপতি হুমায়ুন আহমেদ বিপ্লব, আহসানিয়া স্নিগ্ধা, আলদিন আলিফ, স্কুলের শিক্ষক মোসা. নীলা আকতার, শারমিন খাতুন, অভিভাবক আসফি বেগম, তুষার মিয়া ও কালের কণ্ঠের জেলা প্রতিনিধি অমিতাভ দাশ হিমুন।

দশমিনা (পটুয়াখালী) : দশমিনা উপজেলার চর বোরহান বসুন্ধরা শুভসংঘ স্কুলের শিক্ষার্থীদের মধ্যে গতকাল বই বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে শুক্কুর হাওলাদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চর বোরহান ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির দুদা সরদার। উপস্থিত ছিলেন ৩ নম্বর ওয়ার্ডের সেক্রেটারি মো. মনির হাওলাদার, মো. রুবেল হোসেন, শিক্ষক জান্নাত আরা ও আকলিমা বেগম।

সবার আগে আমি নতুন বই নিমু। হেইয়ার লইগ্যা আগেই স্কুলে আইছি। আইয়া দেহি সবাই স্কুলে! নতুন বইর ঘ্রাণ ভালো লাগে। কথাগুলো বলছিল স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী সোহাগী।

একই শ্রেণির মিরাজ বলে, মায়রে (মা) কইছি বেন্নাকালে (সকালে) ঘুম দিয়া উডাইয়া দেবা।

আমি আইজ নতুন বই আনতে যামু।

অভিভাবক সজিব মোল্লা বলেন, দুই বছর ধরে স্কুলটি চলছে। স্কুল থেকে খাতা, কলম, পেনসিল,  রাবার ও পেনসিল কাটার দিয়েছে। পোলাপান পড়াইতে আমাগো এক টাহাও খরচা অয় না। সব বসুন্ধরা শুভসংঘ দেয়। আল্লায় হ্যাগো ভালো করুক।

বীরগঞ্জ (দিনাজপুর) : বসুন্ধরা শুভসংঘ স্কুলের শিক্ষার্থীদের মধ্যে গতকাল বই বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে শুভসংঘ স্কুলের সমন্বয়ক সোহেল আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বীরগঞ্জ ব্যবসায়ী মালিক সমিতির কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী।

লালপুর (নাটোর) : বসুন্ধরা শুভসংঘ স্কুলের শিক্ষার্থীদের মধ্যে গতকাল বই বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে বসুন্ধরা শুভসংঘ স্কুলের সমন্বয়ক আক্তারুজ্জামান বাবু উপস্থিত ছিলেন।

 

মন্তব্য

সম্পর্কিত খবর

শোভাযাত্রা

শেয়ার
শোভাযাত্রা

সাইকেল লেন দিবস উপলক্ষে গতকাল কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সাইকেল শোভাযাত্রা বের করে বাংলাদেশ সাইকেল লেন বাস্তবায়ন পরিষদ।ছবি : কালের কণ্ঠ

প্রাসঙ্গিক
মন্তব্য

সেতুর সংযোগস্থলে ঘটতে পারে দুর্ঘটনা

শেয়ার
সেতুর সংযোগস্থলে ঘটতে পারে দুর্ঘটনা

রাজধানীর বুড়িগঙ্গা নদীর প্রথম সেতুর সংযোগস্থলে রয়েছে এমন কয়েকটি ভাঙা অংশ। সেখান দিয়ে পথচারীরা হেঁটে যাওয়ার সময় ঘটতে পারে দুর্ঘটনা। গতকাল তোলা। ছবি : মঞ্জুরুল করিম

প্রাসঙ্গিক
মন্তব্য

চৌদ্দগ্রামের সেই বীর মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা-ভাঙচুর

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
শেয়ার
চৌদ্দগ্রামের সেই বীর মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা-ভাঙচুর

কুমিল্লার চৌদ্দগ্রামে লাঞ্ছনার শিকার হওয়া সেই বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই ওরফে কানুর বাড়িতে সন্ত্রাসী হামলা চালানোর অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার বাতিসা ইউনিয়নের লুদীয়ারা গ্রামে এ ঘটনা ঘটে। পরিবারের দাবি, আগে যারা তাঁকে লাঞ্ছিত করেছে, তাদের নির্দেশেই এই সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।

গতকাল শুক্রবার সন্ধ্যায় ঘটনাটির বিষয়ে চৌদ্দগ্রাম থানার ওসি হিলাল উদ্দিন আহমেদ বলেন, বৃহস্পতিবার রাতেই ঘটনার খবর পেয়ে দ্রুত আমরা বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই কানুর বাড়িতে যাই।

এ সময় মোটরসাইকেলে করে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়। দুর্বৃত্তরা বাড়ির গেট, দরজা ও জানালায় কিছু ভাঙচুর চালালেও ঘরে প্রবেশ করতে পারেনি।

আবদুল হাইয়ের ছেলে গোলাম মোস্তফা ভূঁইয়া বলেন, আমার বাবাকে জুতার মালা পরিয়ে অপমান ও মারধরের ঘটনার প্রায় সাড়ে তিন মাস হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা হলেও ঘটনার হোতাসহ আসামিরা এখনো গ্রেপ্তার হয়নি।

বৃহস্পতিবার রাতে তারাই হামলার ঘটনা ঘটিয়েছে।

তিনি বলেন, হামলাকারীরা ৩০ থেকে ৩৫ জন ছিল। যারা আমার বাবাকে জুতার মালা পরানোর মামলার প্রধান আসামিসহ কয়েকজন সন্ত্রাসী হামলার ঘটনায় নেতৃত্ব ও ইন্ধন দিয়েছে। গলায় জুতার মালা পরিয়ে লাঞ্ছনার পর থেকে বাবাসহ আমরা ফেনীতে অবস্থান করি।

প্রশাসনের আশ্বাসে পরিবারের সবাইকে নিয়ে বাড়িতে আসি ঈদ করতে। এমন পরিস্থিতির মধ্যেই বৃহস্পতিবার রাতে বাড়িঘরে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে।

ঘটনার সময় আবদুল হাই, তাঁর স্ত্রী, পুত্রবধূ ও নাতি-নাতনিরা বাড়িতে ছিলেন। হামলাকারী ব্যক্তিরা বাড়ির গেট, দরজা ও জানালা ভাঙচুর করেছে। তবে ঘরে প্রবেশ করতে পারেনি তারা।

খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে হামলাকারীরা পালিয়ে যায়।

বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই বলেন, যারা আমার গলায় জুতার মালা পরিয়েছিল, তারা বৃহস্পতিবার রাতে আমার বাড়িতে অতর্কিত সন্ত্রাসী হামলা চালায়। হামলাকারীদের হাতে রামদা, চায়নিজ কুড়ালসহ বিভিন্ন দেশীয় অস্ত্র ছিল। তারা বাড়ির গেট, ঘরের দরজা ও জানালায় কুপিয়েছে। ঘরের ভেতরে প্রবেশ করতে পারলে আমাকে প্রাণেই মেরে ফেলত।

চৌদ্দগ্রাম থানার ওসি হিলাল উদ্দিন আহমেদ বলেন, আগে যারা ঘটনা ঘটিয়েছে, তারা হামলার ঘটনায় জড়িত কি না তদন্ত চলছে। হামলা ও ভাঙচুরের ঘটনায় মুক্তিযোদ্ধা কোনো অভিযোগ করতে রাজি নন।

মন্তব্য
জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ

শিশু মুসাকে দেখতে সিএমএইচে বিএনএফডব্লিউএ প্রেসিডেন্ট

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
শিশু মুসাকে দেখতে সিএমএইচে বিএনএফডব্লিউএ প্রেসিডেন্ট

জুলাই আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত সাত বছরের শিশু বাসিত খান মুসা পাঁচ মাস সিঙ্গাপুরে চিকিৎসা শেষে বৃহস্পতিবার রাতে দেশে ফিরেছে। গতকাল শুক্রবার তাকে দেখতে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) যান বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘের (বিএনএফডব্লিউএ) প্রেসিডেন্ট নাদিয়া সুলতানা। তিনি হাসপাতালে পৌঁছেই মুসার শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

নাদিয়া সুলতানা সংশ্লিষ্ট চিকিৎসকদের সঙ্গে আলোচনা করে শিশুটির চিকিৎসার অগ্রগতি সম্পর্কে অবগত হন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

আইএসপিআর জানায়, নাদিয়া সুলতানা পরম মমতায় শিশুটির মাথায় হাত বুলিয়ে দেন। শিশুটির দ্রুত সুস্থতা কামনা করেন এবং তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে সান্ত্বনা ও সমবেদনা জানান। সেই সঙ্গে দেশবাসীকে শিশুটির দ্রুত আরোগ্য লাভের জন্য দোয়া করার আহবান জানান।

গত বছরের ১৯ জুলাই অভ্যুত্থানের সময় রাজধানীর মেরাদিয়া হাট এলাকায় নিজ বাসার নিচে দাদির সঙ্গে আইসক্রিম কিনতে যায় মুসা। এ সময় দাদি মায়া ইসলামসহ দুজনই গুলিবিদ্ধ হন। পরদিনই তার দাদির মৃত্যু হয়। মুসার মাথার এক পাশ দিয়ে গুলি ঢুকে আরেক পাশ দিয়ে বেরিয়ে যায়।

মন্তব্য

সর্বশেষ সংবাদ