‘জীবনের নামই রিস্ক, মরলে লাশ বাঁচলে ইতিহাস’—কয়েক মাস আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও শেয়ার করে এভাবেই লিখেছিলেন তরুণ বাইকার ফারহান আহমেদ সিয়াম। মুন্সীগঞ্জের এই তরুণ ভ্রমণে যাওয়ার সময় পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। এ ছাড়া রাজধানী ঢাকাসহ চার জেলায় সড়ক দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ময়মনসিংহে বাস ও অটোরিকশার সংঘর্ষে এক নারী নিহত ও পাঁচজন আহত হলে বিক্ষুব্ধ লোকজন মহাসড়ক অবরোধ করে।
গত বৃহস্পতিবার ও গতকাল শুক্রবার এসব দুর্ঘটনা ঘটে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর :
পঞ্চগড় : নিহত ফারহান আহমেদ সিয়ামের বাড়ি মুন্সীগঞ্জের লৌহজং এলাকায়। তিনি থাকতেন ঢাকার এলিফ্যান্ট রোডে। ছিলেন ‘আমরা বাইকার’ গ্রুপের মডারেটর।
বাইকারদের নিয়ে ভ্রমণ ছিল তাঁর নেশা।
বৃহস্পতিবার ফারহানের নেতৃত্বে ঢাকা থেকে পঞ্চগড়ের তেঁতুলিয়ার উদ্দেশে ১৫টি বাইকে ভ্রমণে বের হন ২০ জন তরুণ। পুরো রাস্তা নিরাপদে পাড়ি দিয়ে পঞ্চগড়ে প্রবেশ করে শখের এই বাইকার দল। তবে গন্তব্য তেঁতুলিয়ায় পৌঁছা হয়ে ওঠেনি তাঁদের।
এর আগেই মর্মান্তিক সড়ক দুর্ঘটনার সাক্ষী হন তাঁরা।
বাইকার দলটি রংপুর হয়ে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা দিয়ে তেঁতুলিয়ার পথে রওনা হয়। দুপুরে তারা বোদা উপজেলার চন্দনবাড়ী ইউনিয়নের বটতলী এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি গরুবাহী ট্রাকের সঙ্গে ফারহানের বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাইকে থাকা ফারহান ও মাহফুজ গুরুতর আহত হন। স্থানীয় মানুষ ও অন্য বাইকাররা তাঁদের উদ্ধার করে প্রথমে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সন্ধ্যায় সেখানে মৃত্যু হয় ফারহানের।
ঢাকা : রাজধানীর মুগদার মানিকনগরের ওয়াসা রোডে বৃহস্পতিবার রাতে অটোরিকশার ধাক্কায় সুমি আক্তার (২৫) নামের এক নারী নিহত হন। সুমি মুগদার সাজু মিয়ার মেয়ে। তিনি ওয়াসা রোডের একটি বাসায় সপরিবার থাকতেন।
ময়মনসিংহ : ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চুরখাই পাঁচ রাস্তার মোড়ে গতকাল বিকেল পৌনে ৫টায় দুর্ঘটনাটি ঘটে। পরে বিক্ষুব্ধ স্থানীয় লোকজন মহাসড়কটি অবরোধ করলে প্রায় পাঁচ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। প্রায় পৌনে এক ঘণ্টা পর তারা অবরোধ তুলে নেয়। কোতোয়ালি মডেল থানার ওসি মো. শফিকুল ইসলাম খান বলেন, এখন সড়ক যোগাযোগ স্বাভাবিক রয়েছে।
ধামইরহাট (নওগাঁ) : ধামইরহাট উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক যুবকের মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় ধামইরহাট-নজিপুর সড়কের ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির (আইএইচটি) সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত আলবার্ট সরেন (৪০) উপজেলার লক্ষ্মীতাড়া গ্রামের রাফায়েল মাডির ছেলে।
রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) : রাঙ্গুনিয়া উপজেলায় গত দুই দিনে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত ও আটজন আহত হয়েছে। এর মধ্যে গতকাল বিকেলে ইসলামপুর ইউনিয়নের মগাছড়ি এলাকায় চট্টগ্রাম-রাঙামাটি সড়কে যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলটির আরোহী দিলীপ বড়ুয়া (৫৫) নিহত হন। আহত হন অটোরিকশাটির যাত্রী নিলুফা বেগম (৫০) ও মো. নয়ন (২০)। নিহত দিলীপ বড়ুয়া রাঙামাটির গর্জনতলীর মৃত সুবল বড়ুয়ার ছেলে।
এর আগে বৃহস্পতিবার উপজেলার পদুয়া ইউনিয়নের সারাশিয়া এলাকায় হরিহর-সারাশিয়া সড়কে মোটরসাইকেলের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সাধন বড়ুয়া (৬৫) নামের এক ব্যক্তি নিহত ও চারজন গুরুতর আহত হয়।
এ ছাড়া বৃহস্পতিবার ইসলামপুর নেজামশাহ এলাকায় মরিয়মনগর-গাবতল ডিসি সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক খাদে পড়লে চালকসহ দুজন আহত হয়।