<p>ঝালকাঠির নলছিটিতে ৮ দিন ধরে একটি কক্ষে আটকে রাখা মোশাররফ হোসেন নামের এক মুক্তিযোদ্ধা তালাবদ্ধ করে আটকে রেখেছিলেন তার মেয়েরা। খবর পেয়ে নলছিটি উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করেছেন।</p> <p>গতকাল বুধবার (২৭ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কুলকাঠি ইউনিয়নের সরই গ্রাম থেকে তাকে উদ্ধার করা হয়।</p> <p>মোশাররফ হোসেন তালুকদার জানান, স্ত্রী মারা যাওয়ার পরে পাঁচ মেয়ের অনুমতিতে তিনি দ্বিতীয় বিয়ে করেন। দ্বিতীয় স্ত্রীকে নিয়ে তিনি নলছিটি শহরে বাসা ভাড়া করে থাকেন। গত ১৯ নভেম্বর মেয়েরা তাকে ধরে এনে সরই গ্রামে বড় মেয়ে লাকি বেগমের স্বামী কবির হোসেন রনির বাড়িতে তালাবদ্ধ করে রাখেন। মেয়েরা জোর করে তার জমির দলিল করিয়ে নিতে চান। তিনি এতে রাজি না হওয়ায় তাকে ৮ দিন ধরে আটকে রাখে। বিষয়টি তার দ্বিতীয় স্ত্রী জানতে পেরে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানা্ন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা এসে তাকে উদ্ধার করেন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="রংপুর-ঢাকা মহাসড়ক : ৪ বছরের কাজ ৮ বছরেও শেষ হয়নি, বেড়েই চলছে ব্যয়" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/28/1732772942-7151184986aed9f8f418938930271d37.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>রংপুর-ঢাকা মহাসড়ক : ৪ বছরের কাজ ৮ বছরেও শেষ হয়নি, বেড়েই চলছে ব্যয়</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/11/28/1451540" target="_blank"> </a></div> </div> <p>মোশাররফ হোসেনের মেয়ে রেবা আক্তার ও লাকি আক্তার জানান, তাদের বাবা মোশাররফ হোসেন সব সম্পত্তি থেকে তাদের বঞ্চিত করছেন। তাই তাকে আটকে রাখা হয়েছিল। তার কোনো ছেলে নেই, শুধু পাঁচ মেয়ে আছে। তাদের সমানভাবে সম্পত্তি বণ্টনের দাবি করেন মেয়েরা।</p> <p>উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম জানান, মোশাররফ হোসেন তালুকদারের দ্বিতীয় স্ত্রীর অভিযোগ পেয়ে ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে ভুক্তভোগী নিজেই আমাদের লিখিত দিয়েছেন যে তাকে আটকে রেখেছেন। পরে তাকে উদ্ধার করা হয় এবং ওই মুক্তিযোদ্ধোকে বলা হয়েছে তার মেয়েরা যাতে বঞ্চিত না হয়।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ভারত থেকে এলো ২৫০২.৬ টন পেঁয়াজ ও ২৯৪২.১ টন আলু, দাম কমবে কবে?" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/28/1732774052-d82319912041449cd31bdb7e7569d171.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ভারত থেকে এলো ২৫০২.৬ টন পেঁয়াজ ও ২৯৪২.১ টন আলু, দাম কমবে কবে?</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/11/28/1451545" target="_blank"> </a></div> </div>