<p>নরদিংদীতে পৃথক তিনটি দুর্ঘটনায় ২ জন নিহত ও ১ জন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকাল ১০টায় ও দুপুর ১টার দিকে নরসিংদী সদর উপজেলার পৌরসভার বিলাসদী মহল্লায় ও রায়পুরা উপজেলার দড়িহাইরমারা এবং শিবপুর উপজেলার কারারচর এলাকায় পৃথক দুটি দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদী ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এএনএম মিজানুর রহমান।</p> <p>নিহতরা হলেন- বিলাসদী এলাকার জয়নাল উদ্দিনের ছেলে আইন উদ্দিন (৬০) ও রায়পুরা উপজেলার সোহেল মিয়ার ছেলে সাব্বির হোসেন (২০)। আর আহত হয়েছেন শিবপুর উপজেলা কারারচর এলাকার নজরুল ইসলামের ছেলে রফিকুল ইসলাম (৫০)। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।</p> <p>রায়পুরার দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী ট্রাক্টর চালক আনোয়ার হোসেন বলেন, ‘নরসিংদী রায়পুরা উপজেলার দড়িহাইরমারা এলাকায় কৃষি জমিতে ট্রাক্টর দিয়ে চাষ করার সময় সাব্বির ট্রাক্টরের পেছন থেকে ওঠার সময় চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে তাকে নরসিংদী ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।’</p> <p>এদিকে আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় নরসিংদী সদর উপজেলার বিলাসদী এলাকার আল্লাহু চত্বরে ব্যাটারি চালিত অটো-রিকশার চাপায় আহত হন আইন উদ্দিন। স্থানীয়রা তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তৃব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।</p> <p>এ ছাড়া শিবপুর উপজেলার কারারাচর এলাকার মদিনা জুট মিলের সামনে ঢাকা-সিলেট মহাসড়কে সিলেটগামী কাভার্ড ভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলের আরোহী রফিকুল ইসলাম গুরুতর আহত হন। পরে তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।</p>