<p style="text-align:justify">হিন্দুদের উদ্দেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, ‘আপনারা হাসিনার ট্যাপে পা দেবেন না। এখন যেসব আওয়ামী হিন্দু মিছিল করছে, আসলে তারা হিন্দু নয়। এরা আওয়ামী লীগ, এরা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাচ্ছে। আওয়ামী লীগ কিন্তু বসে নাই। এ জন্য আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। যুদ্ধ কিন্তু শেষ হয় নাই।’</p> <p style="text-align:justify">বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকেলে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল ধোপাকান্দি সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।</p> <p style="text-align:justify">ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, বিগত ১৬ বছরে বিএনপির এমন কোনো নেতাকর্মী নেই, যারা জেলে যায়নি এবং নির্যাতনের শিকার হয়নি। অথচ বিএনপি কোনো দিন পালায়নি।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করতে যমুনায় জামায়াত আমির" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/28/1732798636-8a2974a004c667fb15239f9674bf0238.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করতে যমুনায় জামায়াত আমির</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/Politics/2024/11/28/1451658" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">আওয়ামী লীগের সমালোচনা করে টুকু বলেন, ‘শহীদ জিয়া গণতন্ত্রে বিশ্বাস করতেন। তিনি সবাইকে গণতন্ত্র চর্চার অধিকার দিয়েছিলেন। কিন্তু খুনি হাসিনা এ দেশের মানুষের ওপর জুলুম-নির্যাতন করেছে। ক্ষমতায় থেকে দেশ থেকে ৯০ হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে।’</p> <p style="text-align:justify">কামারখন্দ উপজেলা বিএনপির সভাপতি বদিউজ্জামান ফেরদৌসের সভাপতিত্বে জনসভায় আরো বক্তব্য দেন বিএনপির সহসাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) আমিরুল ইসলাম খান আলীম, সিরাজগঞ্জ-২ আসনের সাবেক এমপি ও জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ, সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েস ও কামারখন্দ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রেজাতে রাব্বি উথান প্রমুখ।</p>