<p>কোচিং ক্যারিয়ারের ৬ বছর হলেও পায়ের নিচে এখনো শক্ত মাটি পাননি ফ্র্যাংক ল্যাম্পার্ড। ফলে গেল দেড় বছর অবসর সময় কাটাতে হয়েছে তাকে। তবে আবারও ডাগআউটে দাঁড়াচ্ছেন ইংল্যান্ড ও চেলসির কিংবদন্তি। </p> <p>ল্যাম্পার্ডকে কোচ হিসেবে নিয়োগ দিয়েছে দ্বিতীয় স্তরের দল কভেন্ট্রি সিটি। ৪৬ বছর বয়সী সাবেক মিডফিল্ডারের সঙ্গে আড়াই বছরের চুক্তি করেছে ক্লাবটি। মার্ক রবিনসনের শূন্যস্থান পূরণ করবেন তিনি।</p> <p>চ্যাম্পিয়নশিপে বাজে পারফরম্যান্সের কারণে এ মাসের শুরুতেই রবিনসনকে বরখাস্ত করে কভেন্ট্রি। ২০২৪-১৫ মৌসুমে দলটি ১৭ ম্যাচে মাত্র ৪ জয় পেয়েছে তার অধীনে। রেলিগেশন জোন থেকে ২ পয়েন্ট উপরে আছেন কভেন্ট্রি। বর্তমানে ১৭ নম্বরে আছে তারা। প্রায় ৮ বছর দলটির দায়িত্ব সামলিয়েছেন রবিনসন।</p> <p>২০২৩ সালের মে মাসে চেলসির অন্তর্বর্তীকালীন কোচের পদ থেকে বরখাস্ত হওয়ার পর থেকেই বেকার ছিলেন ল্যাম্পার্ড। এর আগে ব্লুজদের পূর্ণ মেয়াদের কোচ হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। বরখাস্ত হওয়ার পর এভারটনের ডাগআউটেও দাঁড়িয়েছিলেন তিনি। আর ২০১৮ সালে কোচিং ক্যারিয়ার শুরু করেন ডার্বি কাউন্টির হয়ে।</p>