<p style="text-align:justify">অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস বলেছেন, ‘আমাকে রংপুরের একজন উপদেষ্টা হিসেবে বিবেচনা করুন।’ বৃহস্পতিবার তেজগাঁও অফিসে শহীদ আবু সাইদের পরিবারকে এ কথা বলেন তিনি।</p> <p style="text-align:justify">প্রধান উপদেষ্টা বলেন, ‘জুলাইয়ের উত্থানের শহীদ আবু সাঈদের সাহসিকতার আত্মত্যাগের ফলে আমি নিজেকে রংপুরের সন্তান মনে করি।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ইসকন নিষিদ্ধ ও আইনজীবী সুরক্ষা অধ্যাদেশ প্রণয়নের দাবি" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/28/1732791633-e0da419712736c80dd38024d8dfeca6c.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ইসকন নিষিদ্ধ ও আইনজীবী সুরক্ষা অধ্যাদেশ প্রণয়নের দাবি</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/Court/2024/11/28/1451625" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">এর আগে প্রধান উপদেষ্টা আবু সাঈদের পিতামাতাকে স্বাগত জানিয়ে তাদের স্বাস্থ্যের খোঁজ নেন এবং সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন।</p> <p style="text-align:justify">এদিন পরিবারের সদস্যদের হাতে শহীদ আবু সাঈদের সনদপত্র তুলে দেন প্রধান উপদেষ্টা। এ সময় উপস্থিত ছিলেন আবু সাঈদের বাবা মোকবুল হোসেন ও তার ভাতিজা মো. লিটন মিয়া।</p>