<p>টানা পাঁচ ম্যাচ হারা ম্যানচেস্টার সিটি এখন ঘুরে দাঁড়ানোর পথ খুঁজছে। একটি জয়ই বদলে দিতে পারে দলটির ভেতরকার চেহারা। ফিরিয়ে দিতে পারে আত্মবিশ্বাস। আজ চ্যামিপয়নস লিগে ফেয়েনুর্দের বিপক্ষে সেই জয়ের খোঁজেই নামছে পেপ গার্দিওলার দল।</p> <p>সর্বশেষ লিগ ম্যাচে জয় হাত ছাড়া করা বার্সেলোনাও নামছে ছন্দে ফিরতে। স্প্যানিশ জায়ান্টদের প্রতিপক্ষ ফরাসি ক্লাব ব্রেস্ত। একই রাতে লড়বে বায়ার্ন মিউনিখ ও পিএসজি।</p> <p>ম্যানসিটি তাদের ক্লাব ইতিহাসে সবচেয়ে বাজে সময় পার করছে। পেপ গার্দিওলাও তাঁর দীর্ঘ কোচিং ক্যারিয়ারে এমন অভিজ্ঞতার মুখোমুখি হননি। ইউরোপ সেরার লড়াইয়েও এবার ছন্দে নেই সিটি। আগের চার ম্যাচে জিতেছে দুটিতে, হার ও ড্র একটি করে। আগের রাউন্ডে স্পোর্তিংয়ের কাছে হেরে যায় ৪-১ গোলে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ব্যাটের তৈরি ক্রো-থর্প ট্রফিতে লড়বে নিউজিল্যান্ড-ইংল্যান্ড" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/26/1732617200-c13483b43d554cf11ba90d8f5bd53081.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ব্যাটের তৈরি ক্রো-থর্প ট্রফিতে লড়বে নিউজিল্যান্ড-ইংল্যান্ড</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/sport/2024/11/26/1450844" target="_blank"> </a></div> </div> <p>সাত পয়েন্ট নিয়ে সিটির অবস্থান টেবিলের দশম স্থানে। সেরা আটে থেকে সরাসরি নক আউটে যেতে হলে জয়ে ফেরাটা ভীষণ দরকারি সিটির জন্য। গার্দিওলাও সেটাই অনুভব করছেন, ‘আপনি কি মনে করেন আমরা শিরোপা জেতার জন্য প্রস্তুত? না, এখন আমাদের একটি ম্যাচ জেতা প্রয়োজন। আমি চাই, ছেলেরা মাঠে পারফরম করুক। কিছু কিছু ক্ষেত্রে আমাদের আরো উন্নতি করা দরকার। এখন আমরা সেসব নিয়েই কাজ করছি এবং তা মাঠে বাস্তবায়ন করতে চাই।’</p> <p style="text-align:center"><img alt="https://cdn.kalerkantho.com/public/news_images/share/photo/shares/1.Print/2024/11.November/26-11-2024/2/kalerkantho-sp-4a.jpg" height="250" src="https://cdn.kalerkantho.com/public/news_images/share/photo/shares/1.Print/2024/11.November/26-11-2024/2/kalerkantho-sp-11a.jpg" width="300" /></p> <p>বার্সেলোনা অবশ্য এই প্রতিযোগিতায় ছন্দেই আছে। প্রথম ম্যাচ হারের পর জিতেছে টানা তিনটিতে। তবে লিগে সবশেষ ম্যাচে সেলতা ভিগোর সঙ্গে ড্র করে কিছুটা ধাক্কা খেয়েছে। ব্রেস্তকে হারিয়ে চেনা ছন্দে ফেরার আশা কোচ হান্সি ফ্লিকের, ‘আমাদের লক্ষ্য থাকে প্রতিটি ম্যাচ জেতা। আগামীকালও (আজ) আমরা জেতার জন্য নামব।’ </p> <p>পিএসজির বিপক্ষে বায়ার্ন মিউনিখের জন্য ম্যাচটি অত্যন্ত গুরুত্বের। সরাসরি নক আউট খেলতে জয়ের ধারায় থাকতে হবে বাভারিয়ানদের। কেনোনা চার ম্যাচে দুটিতেই হেরেছে ভিনসেন্ট কম্পানির দল। ঘরের মাঠে জয়ের ব্যাপারে আশাবাদী বায়ার্ন কোচ, ‘কঠিন ম্যাচ হবে। প্রতিপক্ষ শক্তিশালী। জিততে হলে সেরা ফুটবলই খেলতে হবে আমাদের।’ এএফপি</p>