<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নতুন বছর শুরু হয়ে গেছে। ফুটবলে নতুন চ্যালেঞ্জ সামনে। মার্চে এশিয়ান কাপ বাছাই শুরু হচ্ছে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে। জুন-জুলাইয়ের দিকে সাফ। তা ছাড়া হামজা চৌধুরী আসছেন। জাতীয় দল নিয়ে কর্মপরিকল্পনা এখন তুঙ্গে থাকার কথা। কিন্তু রাকিব হোসেনরা কোচহীন হয়ে আছেন।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বাফুফে সহসভাপতি ফাহাদ করিম বলেছেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">খুব বেশি অপেক্ষা করতে হবে না। কোচ নিয়ে কাজ চলছে। খুব শিগগির আমরা সিদ্ধান্ত জানাতে পারব।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> জানা গেছে, গত কিছুদিন হাভিয়ের কাবরেরার বড় চ্যালেঞ্জার হয়ে উঠেছিলেন মোহামেডানে কাজ করে যাওয়া ব্রিটিশ কোচ শন লেন। এই দুজনের মধ্যে কাকে বাছবেন তা নিয়েই মূলত দোলাচল ছিল। তবে সর্বশেষ খবর, শন লেন </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রেস</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> থেকে ছিটকে গেছেন। একদিকে কাবরেরাকে রেখে এখন অন্য পাশে আরো বেশ কয়েকজন কোচ নিয়ে যাচাই-বাছাই চলছে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গত তিন বছর জাতীয় দলের দায়িত্বে থাকা কাবরেরার সঙ্গে চুক্তির যেসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে, তার মধ্যে অন্যতম ছিল তাঁকে যেকোনো সময় বরখাস্ত করা হলে ক্ষতিপূরণের কী হবে সেটি। এর আগে জেমি ডে-কে মেয়াদের আগে চাকরিচ্যুত করে পুরো মেয়াদের বেতন দিতে হয়েছে। একটি সূত্র জানিয়েছে, মেয়াদ বাড়লে কাবরেরা বহিষ্কারের ক্ষেত্রে এক মাসের বেতন পেলেই খুশি বলে জানিয়েছেন বাফুফেকে। অর্থাৎ বাফুফের সঙ্গে আরো এক বছর মেয়াদ বাড়ালেও প্রত্যাশিত ফল না পেলে তাঁকে আর পুরো বছর টানতে হবে না ফেডারেশনকে। সে ক্ষেত্রে আগামী জুলাই পর্যন্ত এশিয়ান কাপ বাছাইয়ে ভারত ও সিঙ্গাপুরের বিপক্ষে দুটি ম্যাচ এবং এরপর সাফ হলে সেটিই হবে স্প্যানিশ এই কোচের চূড়ান্ত পরীক্ষা।  </span></span></span></span></span></p> <p><span style="font-size:45pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তবে শেষ পর্যন্ত তাবিথ আউয়াল বা তাঁর কমিটি কী সিদ্ধান্ত নেন</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">—</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সেটিই দেখার অপেক্ষা।</span></span></span></span></span></p>