নতুন বছর শুরু হয়ে গেছে। ফুটবলে নতুন চ্যালেঞ্জ সামনে। মার্চে এশিয়ান কাপ বাছাই শুরু হচ্ছে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে। জুন-জুলাইয়ের দিকে সাফ।
কাবরেরাই কি থাকছেন?
ক্রীড়া প্রতিবেদক

বাফুফে সহসভাপতি ফাহাদ করিম বলেছেন, ‘খুব বেশি অপেক্ষা করতে হবে না।
গত তিন বছর জাতীয় দলের দায়িত্বে থাকা কাবরেরার সঙ্গে চুক্তির যেসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে, তার মধ্যে অন্যতম ছিল তাঁকে যেকোনো সময় বরখাস্ত করা হলে ক্ষতিপূরণের কী হবে সেটি। এর আগে জেমি ডে-কে মেয়াদের আগে চাকরিচ্যুত করে পুরো মেয়াদের বেতন দিতে হয়েছে। একটি সূত্র জানিয়েছে, মেয়াদ বাড়লে কাবরেরা বহিষ্কারের ক্ষেত্রে এক মাসের বেতন পেলেই খুশি বলে জানিয়েছেন বাফুফেকে।
তবে শেষ পর্যন্ত তাবিথ আউয়াল বা তাঁর কমিটি কী সিদ্ধান্ত নেন—সেটিই দেখার অপেক্ষা।
সম্পর্কিত খবর

টি স্পোর্টস

ক্রিকেট
আইপিএল, হায়দরাবাদ-রাজস্থান
সরাসরি, বিকেল ৪টা
চেন্নাই-মুম্বাই, সরাসরি, রাত ৮টা
।

টিভিতে

ফুটবল
উয়েফা নেশনস লিগ, জার্মানি-ইতালি
সরাসরি, রাত ১-৪৫ মিনিট, টেন ৫
স্পেন-নেদারল্যান্ডস
সরাসরি, রাত ১-৪৫ মিনিট, টেন ৩
পর্তুগাল-ডেনমার্ক
সরাসরি, রাত ১-৪৫ মিনিট, টেন ২
ফ্রান্স-ক্রোয়েশিয়া
সরাসরি, রাত ১-৪৫ মিনিট, টেন ১
।

বিকেএসপিরই শিরোপা
ক্রীড়া প্রতিবেদক

এটা অনুমেয়ই ছিল। টুর্নামেন্টজুড়ে গোলোৎসব করেছে বিকেএসপি। গতকালের ফাইনালের প্রতিপক্ষ কিশোরগঞ্জকেও গ্রুপ পর্বে ১৫ গোল দিয়েছিল। ফাইনালের ফল নিয়ে তাই সংশয় ছিল না।
ফাইনাল পর্যন্ত সাত ম্যাচে ১০২ গোল করেছে দলটি।

জুয়ার বিজ্ঞাপনে সাকিব
ক্রীড়া প্রতিবেদক

বোলিং অ্যাকশনের বৈধতা ফিরে পাওয়ার পর যখন তাঁর ক্রিকেটে ফেরার অপেক্ষা, তখন আবারও বিতর্কিত বিষয়ে আলোচনায় জায়গা করে নিয়েছেন সাকিব আল হাসান। গতকাল নিজের ফেসবুক পেজে একটি ভিডিও শেয়ার করেন এই বাঁহাতি অলরাউন্ডার, সেখানে একটি বেটিং সাইটের বিজ্ঞাপনে অংশ নিতে দেখা গেছে তাঁকে। একে তো প্রকাশ্যে জুয়ার সাইটের বিজ্ঞাপন, তার ওপর মানুষকে বেটিংয়ের জন্য আহবান করতে দেখা গেছে সাকিবকে। অথচ বাংলাদেশের আইনে যেকোনো ধরনের জুয়া নিষিদ্ধ।
এর আগে ২০২২ সালে একবার সেরোগেট বেটিং সাইটের বিজ্ঞাপন করে বেশ সমালোচিত হয়েছিলেন সাকিব। ওই সময় বোর্ডের কঠোর সিদ্ধান্তের কারণে ভুল স্বীকার করে সরে এসেছিলেন তিনি। তখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কেন্দ্রীয় চুক্তির ক্রিকেটার ছিলেন সাকিব। তবে এ বছর চুক্তি থেকে বাদ পড়েছেন অভিজ্ঞ এই ক্রিকেটার।