<p>বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনরে আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ এবং জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলমের দুর্ঘটনার বিষয়টি হত্যাচেষ্টা কি-না তা খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াত আমির ড. শফিকুর রহমান।</p> <p>গতকাল বুধবার রাতে চট্টগ্রামের দুর্ঘটনার পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে এটি নিরেট দুর্ঘটনা কিনা, সেবিষয়ে প্রশ্ন রাখেন জামায়াত আমির।</p> <p>স্ট্যাটাসে শফিকুর রহমান বলেন, হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলমকে বহনকারী প্রাইভেটকারকে ট্রাক চাপা! হত্যাচেষ্টা না নিরেট দুর্ঘটনা? তা অবশ্যই যথাযথভাবে খতিয়ে দেখা দরকার। বিষয়টি সত্যিই উদ্বেগজনক।</p> <p>বুধবার (২৭ নভেম্বর) সন্ধ্যার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজোলার চুনতি ইউনিয়নের হাজী রাস্তার মোড়ে দুর্ঘটনার কবলে পড়ে হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমের বহরের একটি গাড়ি। তবে তারা দুজনই সুস্থ আছেন।</p>